এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ যে ঘরের মাঠে খেলতে পারছে না আবাহনী এটা মোটামুটি নিশ্চিত। নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত হয়েও যেন জটিলতা কমছে না। কঠোর লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় নেপালে যাওয়াও অনিশ্চিত আবাহনীর।
এই পর্যায়ে জটিলতা নিরসনে এএফসির কাছে চিঠি পাঠিয়েও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার এ বিষয় নিয়ে বাফুফে, আবাহনী ও এএফসির কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।
বৈঠক থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আবাহনী দেশের পরিস্থিতি তুলে ধরেছে। এদিকে ভারতে যাওয়ার প্রস্তাব দিয়েছে এএফসি। সেখানেও জটিলতা আছে।
এ বিষয়ে ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘এএফসিকে আমাদের যাবতীয় আপডেট জানিয়েছি। ২১ তারিখ পর্যন্ত আপাতত কঠোর লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের বিষয়েও জানানো হয়েছে। এএফসি বলছে, ভারতে গিয়ে খেলা যায় কি না। ভারতের হাই কমিশনও বন্ধ আছে এখন। এ নিয়ে সৃষ্ট জটিলতা আশা করে কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে।’
ইতোমধ্যে প্রিলিমিনারি রাউন্ডের ব্যাঙ্গালুরু এফসি-নেপাল আর্মির মধ্যকার একটি ম্যাচও হয়ে গেছে। সেজন্য ভারতে গিয়ে আবাহনীকে ম্যাচ খেলার ক্ষেত্রে উদ্যোগ নিতে বলা হচ্ছে। রুপু বলেন, ‘আমরা দরকার হলে সরকারকে বলব খেলার স্বার্থে কোনো ব্যবস্থা করা যায় কি না।’
শিডিউল অনুযায়ী ২১ এপ্রিল মালদ্বীপের ঈগলসের সঙ্গে ম্যাচ খেলার কথা আবাহনীর।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘মে মাসে বসুন্ধরা কিংসের ম্যাচ আছে। সেটা মালদ্বীপে হবে। ওখানে প্রিলিমিনারি ম্যাচগুলো খেলা যায় কি না এ ব্যাপারেও সুপারিশ করা হয়েছে। আশা করি ২-৩ দিনের মধ্যে সমাধান আসবে।’