খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্হিও রামোসের। এপ্রিলের শুরুতেই হাঁটুর চোটে ছিটকে গেছেন এক মাসের জন্য। যার কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগে লিভারপুল এবং লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচ।
এবার আরেকটি দুঃসংবাদ পেলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে তার ক্লাব রিয়াল মাদ্রিদ।
‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে আমাদের খেলোয়াড় সার্হিও রামোসের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে,’ এক বিজ্ঞপ্তিতে জানায় রিয়াল।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে রামোসকে। চোট কাটিয়ে উঠতে পারলেও আগামী দুই সপ্তাহে তাই তার মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ।
রামোসকে ছাড়া অবশ্য খারাপ করছে না রিয়াল। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে লিভারপুলকে ৩-১ ব্যবধানে হারানোর পর এল ক্লাসিকোতেও তারা জয় পেয়েছে ২-১ ব্যবধানে।
তাতে লিগে ৩০ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে লস ব্লাংকোস।