বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫ বছর পর ব্রাদার্সে এমিলি

  •    
  • ১২ এপ্রিল, ২০২১ ১৫:৫৮

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা এই দলে খেলেন। বাংলাদেশের ফুটবলে ১৫ বছর পর পুরনো দলে ফেরাটা নতুন রেকর্ডই বলা যায়। এই ব্রাদার্স থেকেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন এমিলি।

ইনজুরি আর ফর্মহীনতায় লিগ ফুটবলের লাইমলাইটের বাইরে চলে গিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। লিগের গত আসরে দলবদলে না থাকলেও এবার দ্বিতীয় পর্বের দলবদলে ব্রাদার্স ইউনিয়নের তাঁবুতে ফিরেছেন এই স্ট্রাইকার।

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা এই দলে খেলেন। বাংলাদেশের ফুটবলে ১৫ বছর পর পুরনো দলে ফেরাটা নতুন রেকর্ডই বলা যায়। এই ব্রাদার্স থেকেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন এমিলি।

এতো বছর পর আবারও সেই ঘরে ফেরায় আবেগ আপ্লুত এমিলি।

বলেন, ‘আমার দেশসেরা ফরোয়ার্ড হয়ে ওঠার পেছনে ব্রাদার্সের অবদান অনেক। এই কঠিন সময়েও ব্রাদার্স আমার পাশে দাঁড়িয়েছে। তাই তাদের প্রস্তাব ফেলতে পারিনি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে ১২ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে অবস্থান করছে ব্রাদার্স। এই পরিস্থিতি থেকে দলকে নিরাপদ জোনে নিতে বদ্ধপরিকর এমিলি।

বলেন, ‘আমি দ্বিতীয় লেগে গোল করে ক্লাবকে সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে চাই।’

মোহামেডান-আবাহনীসহ দেশের স্বনামধন্য অনেক ক্লাবেই খেলেছে এমিলি। ১৮ বছর ফুটবল ক্যারিয়ারে এখনই থেমে থাকতে চান না তিনি। চালিয়ে যেতে চান খেলা। বলেন, ‘ফর্ম ও ফিটনেস থাকলে আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার লক্ষ্য আমার।’

এ বিভাগের আরো খবর