দলের একাধিক নিয়মিত ফুটবলারকে ছাড়াও এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন রিয়াল মাদ্রিদের মায়েস্ত্রো কোচ জিনেদিন জিদান। ন্যু ক্যাম্পে প্রথম ক্লাসিকোয় রিয়ালকে জিতিয়ে লিগে রেখে এবার দ্বিতীয়টাতেও বার্সাকে হারিয়ে লিগের দৌড়ে লস ব্লাঙ্কোসদের কিছুটা স্বস্তিতে রাখার পেছনে অনস্বীকার্য অবদান রেখেছেন ফ্রান্সের এই কোচ।
ম্যাচটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। সেসব সরিয়ে রাখলে বলা যায়, বড় দুটি পরীক্ষাই দারুণভাবে সামলে নিয়েছেন জিদান। রামোস-ভারানের মতো ডিফেন্ডারদের ছাড়াই চার দিন আগে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলকে হারায় জিদানের দল।
চার দিনের মাথায় ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও বলা যায় বার্সার কোচ রোনাল্ড কুমানের ট্যাকটিক্সকে হার মানিয়েছেন জিদান। আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়াম থেকে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছেন রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানো এই কোচ।
ম্যাচের মাঝেই দুই গোলদাতা করিম বেনজেমা ও টনি ক্রুসকে তুলে নিয়ে চ্যাম্পিয়নস লিগের জন্য বিশ্রামের সুযোগ করে দিয়েছেন।
ক্রিস্টিয়ানো রোনালডো রিয়াল ছাড়ার পর থেকেই অনেক প্রশ্নের সামনে আসতে হয়েছে জিদান। ভাঙাচোড়া দলকে বইয়ে নিতে হয়েছে। এমন অবস্থায় বার্সাকে হারিয়ে এবার লিগের দৌড়েও ব্লাঙ্কোসদের এগিয়ে রেখেও স্বস্তির ঢেকুর তুলতে চান না জিদান।
জিদান ম্যাচজয় শেষে সরাসরি লক্ষ্যের কথা জানালেন, ‘এতে কোনো পরিবর্তন হয়নি। এখনও আমাদের অনেক পথ বাকী। আমাদের আজকে বিশ্রামের দিন। দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছে। এখন আমাদের বিশ্রাম দরকার। শারীরিকভাবে আমরা পরিশ্রান্ত।’
এদিকে রেফারি নিয়ে রোনাল্ড কুমানের অভিযোগে কান দেননি জিদান। বলেন, ‘প্রত্যেকের নিজস্ব মতামত আছে। আমি মনে করি, রেফারি পেনাল্টি দেয়নি কারণ এটা পেনাল্টি ছিল না তাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা কী করেছি পিচে আজকে। আমরা আজকে অনেক ভুগেছি কারণ বার্সালোনা গ্রেট টিম।’
ক্লাসিকো জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। আর এক ম্যাচ কম খেলে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ একই পয়েন্ট নিয়ে দুইয়ে। আর ৬৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বার্সা।