বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে বার্সেলোনাতেই চান জিদান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ এপ্রিল, ২০২১ ১৮:০৭

শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। যদি মেসি চুক্তি নবায়ন না করেন, তাহলে এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ক্লাসিকো।

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ এ বছরের জুনের ৩০ তারিখ। তার পর মেসি কোথায় যাবেন, সেটি এখনও অজানা।

জোয়ান লাপোর্তা বার্সেলোনার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরই বলেছিলেন, তিনি মেসিকে বার্সায়ই রাখতে চান। কিন্তু এখনও মেসির নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়নি।

শনিবার লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। যদি মেসি চুক্তি নবায়ন না করেন, তাহলে এটিই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ক্লাসিকো।

কিন্তু তেমনটি চান না রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিনি চান, মেসি থাকুক বার্সেলোনায়ই।

‘আমি চাই না যে আগামীকালের ম্যাচটি মেসির শেষ ক্লাসিকো হোক। সে বার্সায় খুশি এবং আমরা চাই সে সেখানেই থাকুক। তার থাকাটা লা লিগার জন্য ভালো,’ শনিবারের ক্লাসিকোর আগে সংবাদ সম্মেলনে বলেন রিয়াল মাদ্রিদের কোচ।

মেসির পাশাপাশি রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের চুক্তিও শেষ হচ্ছে জুনে। রামোস যেন রিয়ালেই থাকেন, তেমনটি চান বার্সেলোনা কোচ রোনাল্ড কুম্যান।

‘জিদান বলেছে সে মেসিকে বার্সায়ই চায়, আমি কি চাই রামোসও রিয়ালে থাক? লা লিগার জন্য সবচেয়ে ভালো হয় যদি সেরা খেলোয়াড়রা এখানে থাকে। অবশ্যই আপনি তাদের দুজনের (রামোস ও মেসি) মধ্যে তুলনা করতে পারবেন না, একজন ফরোয়ার্ড ও আরেকজন ডিফেন্ডার। আশা করছি রামোস রিয়ালে থাকবে এবং মেসি আমাদের সঙ্গে,’ সংবাদ সম্মেলনে বলেন কুম্যান।

শনিবারের ক্লাসিকোতে মেসি খেলতে পারলেও অবশ্য পারছেন না রামোস। হাঁটুর চোটের কারণে তিনি ছিটকে গেছেন এক মাসের জন্য, ক্লাসিকো তাই তাকে দেখতে হবে মাঠের বাইরে থেকেই।

এ বিভাগের আরো খবর