শেষ দশ মৌসুমে চার চ্যাম্পিয়নস লিগ জিতলেও, ঘরের মাটি স্পেনে নিয়মিতভাবে লিগ জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ দশটি লিগের ছয়টিই গিয়েছে লিওনেল মেসির বার্সেলোনার ঘরে, মাত্র তিনটি রিয়ালের।
এই মৌসুমের শিরোপা নিয়েও চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ, ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা ও ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
এমন অবস্থায় শনিবার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রিয়ালের বিপক্ষে বার্সেলোনা অধিনায়ক মেসির রেকর্ডটা অবশ্য মন্দ নয়, ৪৪ ম্যাচ খেলে করেছেন ২৬ গোল।
অভিষেকের পর থেকেই রিয়ালকে ভুগিয়ে আসছেন মেসি। নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন লস ব্লাংকোসদের বিপক্ষে। এরপর নিয়মিতভাবে করেছেন গোল। শিরোপাবঞ্চিত করেছেন রিয়ালকে।
রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস তাই যখন বলেন, মেসি না থাকলে তারা জিততেন আরও বেশি শিরোপা, তা বিস্মিত করেনি কাউকেই।
‘আমরা মেসির বিপক্ষে অনেক ভোগান্তির শিকার হয়েছি। হয়ত সে যদি বার্সেলোনায় না থাকত, তাহলে আমরা অনেক বেশি শিরোপা জিততাম’, নিজের ডকুমেন্টারি ‘দ্য লেজেন্ড অফ সার্জিও রামোস’ এ এমনটি বলেন রিয়াল অধিনায়ক।
এল ক্লাসিকোতে অবশ্য রামোসকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। হাঁটুর চোটে এক মাসের জন্য ছিটকে গেছেন রিয়াল অধিনায়ক। করোনা পজিটিভ হয়ে এই ম্যাচে নেই রাফায়েল ভারানও।
বার্সেলোনা দলেও আছে চোট সমস্যা। চোটের কারণে ক্লাসিকোতে বার্সা পাচ্ছে না জেরার্ড পিকেকে।