বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাবেক ফুটবলার জলি আর নেই

  •    
  • ৭ এপ্রিল, ২০২১ ২২:১৮

বুধবার দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা লিগের সাবেক তারকা ফুটবলার, আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক প্রশিক্ষক ও ক্লাবের বর্তমান অফিসিয়াল কাজী নেয়ামুল মজিদ জলি আর নেই।

বুধবার দুপুর দেড়টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ এশা ঝিলপাড় জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমের দাফন করা হয়।

সাবেক ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে জলির মৃত্যুতে শোক জানিয়েছেন তার পরিচিতজনরা।

আরামবাগের ক্লাব মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান ফেসবুকে লিখেছেন, ‘আমা‌দের ছোট বেলায় আরামবা‌গের সাদা কা‌লো জা‌র্সিতে জ‌লি ভাই ছি‌লেন রী‌তিম‌তো তারকা ফুটবলার। আমরা ফুটবল থে‌কে দূ‌রে স‌রে এলেও জ‌লি ভাই কিন্তু লে‌গে ছি‌লেন ফুটব‌লের সা‌থে, আরামবাগ ক্লা‌বের সা‌থে।

‘দীর্ঘদিন পালন ক‌রে‌ছেন কো‌চের দা‌য়িত্ব, কো‌চিং লাই‌সে‌ন্সের নিয়‌মের কার‌ণে একসময় ডাগ আউ‌টে থাকা হয়‌নি তার। জ‌লি ভাই‌য়ের তখন প‌রিচয় ম‌্যা‌নেজার। প্রতিভাবান ফুটবলার খোঁজার কা‌জে ব‌্যস্ত থাক‌তেন সারা বছর। দলগঠ‌নেও ছিল তার অনবদ‌্য ভূ‌মিকা। সেই জ‌লি ভাই গত ক‌য়েক বছর ছি‌লেন আরামবাগ ক্লাব থে‌কে দূ‌রে। মন দি‌য়ে‌ছি‌লেন ধর্ম চর্চায়।’

জলির আত্মার মাগফেরাত কামনা করে তিনি যোগ করেন, ‘আরামবাগ মস‌জিদ ক‌মি‌টির সাধারণ সম্পাদকের দা‌য়িত্ব পালন করে‌ছেন জীব‌নের শেষ দিন পর্যন্ত। ক‌রোনার সা‌থে প্রাণপন লড়াই চা‌লি‌য়ে গে‌লেও শেষ‌মেষ তা‌কে হার মান‌তে হ‌য়ে‌ছে বুধবার দুপু‌রে। প্রিয় জ‌লি ভাই এখন অনেক দূ‌রে, স্প‌র্শের বাই‌রে, না দেখা দূর‌ত্বে। ভা‌লো থাক‌বেন ওখা‌নেও।’

এ বিভাগের আরো খবর