২০১৭ সালে বিশ্ব রেকর্ড ২২.২ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমার।
কিন্তু তিনি বার্সেলোনার ছাড়ার পর থেকে প্রতি মৌসুমেই তার ফেরার গুঞ্জন নিয়ে চলেছে নানা নাটক। সেই নাটকের নতুন অধ্যায় জন্ম নিল ২০২১ এ।
পিএসজির সঙ্গে নেইমারের বর্তমান চুক্তি শেষ ২০২২ এ। ইউরোপিয়ান গণমাধ্যমের সূত্রমতে, এ মৌসুমেই ২০২৬ পর্যন্ত চুক্তি নবায়ন করার কথা নেইমারের। কিন্তু সেই নবায়ন নাকি বার্সেলোনায় ফিরবেন বলে আটকে দিয়েছেন নেইমার!
হুট করে এমন সিদ্ধান্ত বদল কেনো? কারণের নাম লিওনেল মেসি। মৌসুমের শুরুতে মেসি ঘোষণা দিয়েছিলেন বার্সেলোনা ছাড়বেন। সে কথায় আরও জোর হাওয়া বইয়ে দিয়ে নেইমার বলেছিলেন আবার মেসির সঙ্গে খেলবেন তিনি।
ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, মেসি পিএসজিতে আসছেন, এই মর্মেই কেবল পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইছিলেন নেইমার।
কিন্তু বার্সেলোনায় এসেছে নতুন সভাপতি, মেসিকেও দেখা যাচ্ছে বেশ হাসি-খুশি। বার্সায়ই থেকে যাবেন এ আর্জেন্টাইন, এমন সম্ভাবনাই এখন বেশি দেখছেন সকলে। এমন অবস্থায় আবারও মেসির সঙ্গে খেলতে তাই বার্সেলোনায় ফিরতে চান নেইমার।
অবশ্য চাইলেই এ মৌসুমের শেষেই বার্সেলোনায় ফিরতে পারছেন না নেইমার। বেশ বড়সড় আর্থিক সংকটে আছে বার্সা, খেলোয়াড় কেনাই দায়। বরং নতুন সভাপতি জোয়ান লাপোর্তার লক্ষ্য, খেলোয়াড় বিক্রি করে লোকসান ঠেকানো।