বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেম্বেলের শেষ মুহূর্তের গোলে জয় বার্সেলোনার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ এপ্রিল, ২০২১ ১০:১২

উসমান ডেম্বেলের ৯০তম মিনিটের গোলে রিয়াল ভায়াদোলিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সা।। উঠে এসেছে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

রোববার লা লিগায় সেভিয়ার কাছে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের হারের পর বার্সেলোনার সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে আনার।

সেই সুযোগটি কাতালানরা নিল বটে, তবে অনেক ঘুরিয়ে-পেচিয়ে। উসমান ডেম্বেলের ৯০তম মিনিটের গোলে রিয়াল ভায়াদোলিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সা, উঠে এসেছে লা লিগা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

২৯ ম্যাচ শেষে আতলেতিকোর পয়েন্ট ৬৬, বার্সেলোনার ৬৫। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। বার্সেলোনার সামনে দুটি বড় ম্যাচ, আতলেতিকো ও রিয়ালের বিপক্ষে। শেষ নয় ম্যাচের মধ্যে এই ম্যাচ দুটি থাকায় বার্সেলোনার সামনে সমীকরণ দাঁড়িয়েছে, সব কয়টি ম্যাচে জয় পেলেই লিগ শিরোপা জিতবে তারা।

সোমবার রাতে অবশ্য বার্সেলোনার মনে ভয় ধরিয়ে দিয়েছিল ভায়াদোলিদ। শুরু থেকেই বার্সাকে চাপের মুখে রাখে তারা। প্রথম ২০ মিনিটে বলার মত যা আক্রমণ, তা করেছিল তারাই!

এরপর অবশ্য আস্তে আস্তে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা। প্রথমার্ধ শেষ হয় কোনো গোল ছাড়াই।

৫৯ মিনিটে অবশ্য দারুণ এক সুযোগ পায় বার্সা। অধিনায়ক লিওনেল মেসির পাস থেকে ডেম্বেলে বল পেয়ে শট নিলে তা ফিরিয়ে দেন ভায়াদোলিদ গোলকিপার জর্দি মাসিপ। ফিরতি বলে হেড করেছিলেন আঁতোয়া গ্রিজমান, কিন্তু বল চলে যায় বাইরে।

৭৯ মিনিটে ডেম্বেলেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ভায়াদোলিদ মিডফিল্ডার অস্কার প্লানোকে।

শেষ দশ মিনিটে দশ জনের প্রতিপক্ষকে চেপে ধরে বার্সা। ৯০তম মিনিটে গিয়ে ফ্র‍্যাংকি ডি ইয়ং ক্রস করেন বক্সে, সেই ক্রস রোনাল্ড আরাউহোর মাথা ছুঁয়ে পৌছে যায় ডেম্বেলের কাছে।

সেখান থেকে নিখুঁত এক শটে বল জালে জড়িয়ে ডেম্বেলে নিশ্চিত করেন, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছে বার্সেলোনা।

কষ্টার্জিত জয়ের পর পরের ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠে আগামী শনিবার এল ক্লাসিকোতে মাঠে নামবে দুই দল।

এ বিভাগের আরো খবর