বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও অস্ত্রোপচার কোতিনিয়োর, বাইরে থাকবেন দুই মাস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ এপ্রিল, ২০২১ ২৩:১৩

পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো না এগুনোয় কোতিনিয়োকে আবারও যেতে হচ্ছে অস্ত্রোপচারের মধ্য দিয়ে। তার অস্ত্রোপচারটি হবে ব্রাজিলে।

ডিসেম্বরের ২৯ তারিখ এইবারের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সেলোনা মিডফিল্ডার ফিলিপে কোতিনিয়োর। সেই চোটের জন্য একবার অস্ত্রোপচার হয়েছে তার হাঁটুতে। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এই ব্রাজিলিয়ানের ফেরার কথা এপ্রিলেই।

কিন্তু সেটি আর হচ্ছে না। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকমতো না এগুনোয় কোতিনিয়োকে আবারও যেতে হচ্ছে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।

সোমবার স্প্যানিশ গণমাধ্যমে প্রকাশিত হয়, আবারও সেই হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে কোতিনিয়োর। তার হাঁটুর মেনিসকাসের একটি অংস অস্ত্রোপচারের মধ্য দিয়ে ফেলে দিতে হবে।

এই অস্ত্রোপচারের পর কোতিনিয়োর ফিরতে লাগবে প্রায় দুই মাস। তার অস্ত্রোপচারটি হবে ব্রাজিলে।

কোচ রোনাল্ড কুম্যানের পরিকল্পনায় না থাকায় এই গ্রীষ্মেই কোতিনিয়োকে বিক্রি করে দেওয়ার কথা বার্সেলোনার। তবে এই মৌসুমের শেষভাগে তাকে আবার পাওয়ার জন্য অপেক্ষা করছিল বার্সেলোনা। সেটি আর হচ্ছে না। যতদিনে ফিরবেন কোতিনিয়ো, ততদিনে মৌসুম শেষ।

এই অস্ত্রোপচারে প্রশ্নে পড়ে গেছে কোতিনিয়োর এ বছরের কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে খেলাও। প্রায় ছয় মাস বাইরে থাকার পর তাকে ব্রাজিল কোচ তিতে ডাকবেন কি না, সেটিও এখন অনিশ্চিত।

এ বিভাগের আরো খবর