লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান ছিল মাত্র ৩, বার্সেলোনার সঙ্গে ৪।
শীর্ষস্থানে নিজেদের অবস্থান শক্ত করতে তাই জয় ছাড়া উপায় ছিল না দিয়েগো সিমিওনির শিষ্যদের। কিন্তু সেটিই করতে পারল না তারা। সেভিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে আতলেতিকো।
সোমবার রাতে লা লিগায় রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেখানে যদি জয় পায় কাতালানরা, তাহলে অ্যাতলেতিকোর সঙ্গে ব্যবধান কমে আসবে মাত্র এক পয়েন্টে।
রোববার সেভিয়ার মাঠে শুরু থেকেই চাপে ছিল আতলেতিকো। মাত্র আট মিনিটেই তারা পেনাল্টি উপহার দিয়েছিল স্বাগতিকদের, তবে সেই পেনাল্টি রুখে দেন আতলেতিকো গোলকিপার ইয়ান ওবলাক।
ম্যাচজুড়েই অতিথিদের চাপে রাখে সেভিয়া। কিন্তু প্রথমার্ধ গোলের পায়নি তারা।
সেই গোল তারা পায় ৭০ মিনিটে গিয়ে।
হেসুস নাভাসের ক্রস থেকে বক্সে খালি জায়গায় সুযোগ পেয়ে যান মার্কাস আকুনিয়া। সেই সুযোগ পেয়ে ভুল করেননি এই আর্জেন্টাইন লেফট ব্যাক। বল জালে জড়িয়ে সেভিয়াকে এগিয়ে নেন।
বাকি সময়ে চেষ্টা করলেও কোনো গোল করতে পারেননি আতলেতিকো। ফলে মাঠ ছাড়তে হয় তাদের হার নিয়েই।
মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে হলুদ কার্ড খেয়েছেন মার্কোস ইয়োরেন্তে ও লুইস সুয়ারেস। যা লিগে তাদের পঞ্চম। রিয়াল বেতিসের বিপক্ষে পরের ম্যাচে তাই তাদের দুজনকে পাবেন না সিমিওনি।
২৯ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।
২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সেভিয়া।