বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগুয়েরোকে আনলে বার্সায় থাকবেন মেসি!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ এপ্রিল, ২০২১ ১৭:৫০

মেসির চুক্তি নবায়নের উপায় বাতলে দিয়েছেন সাবেক বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি রিভালদো। তার মতে, আগুয়েরোকে দলে ভেড়ালে মেসিও থেকে যাবেন বার্সেলোনায়।

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো জানিয়ে দিয়েছেন, এই মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি।

সেই ঘোষণার পর থেকেই চলছে গুঞ্জন, বন্ধু লিওনেল মেসির সঙ্গে খেলতে বার্সেলোনায় যাচ্ছেন তিনি। আর্থিক সংকটে থাকলেও আগুয়েরোকে দলে ভেড়াতে টাকা লাগবে না বার্সার, আগুয়েরো আসবেন বিনামূল্যে।

কিন্তু এ মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ মেসিরও। নবায়ন করবেন কি না, সেটি এখনও নিশ্চিত নয়।

মেসির চুক্তি নবায়নের উপায় অবশ্য বাতলে দিয়েছেন সাবেক বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি রিভালদো। তার মতে, আগুয়েরোকে দলে ভেড়ালে মেসিও থেকে যাবেন বার্সেলোনায়।

‘আগুয়েরোকে বিনামূল্যে দলে ভেড়ানোটা দারুণ হতে পারে বার্সার জন্য। তার মেসির সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আগুয়েরো আসলে বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার জন্যও সহজ হবে মেসিকে দলে রাখতে’, বলেন রিভালদো।

বার্সেলোনা ইতোমধ্যে কাজ করছে দলে নতুন স্ট্রাইকার ভেড়ানো নিয়ে। ২০২০ সালে লুইস সুয়ারেজ ক্লাব ছাড়ার পর কোনো স্ট্রাইকার কেনেনি তারা। আপাতত আগুয়েরোর সঙ্গে আলোচনায় আছেন আর্লিং হালান্ড ও মেম্ফিস ডিপেই।

কিন্তু রিভালদোর মতে, আগুয়েরো একজন দারুণ খেলোয়াড় এবং তাকে নাকচ করে দেয়াটা উচিত হবে না বার্সেলোনার।

এখনও আগুয়েরোর চুক্তিতে বাকি আছে প্রায় তিন মাস, এখনও কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। তবে হয়ত বন্ধু মেসি চুক্তি নবায়ন করলে আগুয়েরোকেও দেখা যেতে পারে কাতালান ক্লাবটিতে।

এ বিভাগের আরো খবর