বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজেকে মেসি-রোনালডোর চেয়ে সেরা বলেন এমবাপে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ এপ্রিল, ২০২১ ১৫:০৩

এমবাপে আত্মবিশ্বাসের জন্য নিজেই নিজেকে বলেন, মেসি-রোনালডোর চেয়েও সেরা তিনি। এ ফুটবলার জানান, এ ভাবনা তাকে উদ্দীপ্ত করে।

তরুণ ফুটবলারদের মধ্যে নিঃসন্দেহে ফুটবল বিশ্বে সবচেয়ে বড় তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালডোর পর তিনিই যে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা হবেন, সে বিষয়েও দ্বিধাহীন অনেকেই।

সেই এমবাপে বললেন, আত্মবিশ্বাস বাড়াতে নিজেই নিজেকে মেসি-রোনালডোর চেয়েও সেরা বলেন।

‘যতবার আমি মাঠে নামি আমি নিজেকে বলি যে আমিই সেরা; মেসি-রোনালডোরা যেখানে খেলেছে আমি এখনও সেখানে খেলছি। তারা আমার চেয়ে ভালো খেলোয়াড়; আমার চেয়ে অনেক কিছু বেশি করেছে। কিন্তু...আমি নিজেকে বলি আমি তাদের সবার চেয়ে সেরা। কারণ সেই উপায়ে আপনি নিজেকে কোনো সীমানায় আটকে রাখছেন না এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন’, আরএমসি স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ২২ বছর বয়সী এ ফরাসি তারকা।

এক দিক দিয়ে অবশ্য মেসি-রোনালডোর চেয়ে এগিয়ে এমবাপে। দুজনের কেউই এখনও জাতীয় দলের হয়ে জিততে পারেননি বিশ্বকাপ। সে কাজ এরই মধ্যে করে ফেলেছেন পিএসজির হয়ে খেলা এই ফরোয়ার্ড।

এই গ্রীষ্মে অবশ্য এমবাপের সুযোগ আছে রোনালডোর পথ ধরে রিয়াল মাদ্রিদে যাওয়ার। তবে আপাতত তার মনোযোগ এ মৌসুমে, যেখানে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি।

এ বিভাগের আরো খবর