বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রফি নিয়ে দেশে ফিরতে চান রানা

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ২০:২১

বাংলাদেশ যেন ত্রিদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে তাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

১৫ বছর পর দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলছে বাংলাদেশ। রাত পোহালেই নেপালের সঙ্গে ম্যাচ। ট্রফি জয়ের মাত্র এক ধাপ দূরে টাইগাররা। এমন সুযোগ হাতছাড়া করতে চান না জাতীয় দলের ফুটবলাররা। ট্রফি নিয়ে দেশে ফেরার প্রতিশ্রুতি লাল-সবুজদের।

কাঠমান্ডুর দশরথ রঙ্গসালা স্টেডিয়ামে ম্যাচটি হবে সোমবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৬টায়।

শিরোপা জয়ের হাতছানি গোটা দলের সামনে। তাই তীরে এসে তরী ডোবাতে চান না জামাল-জিকোরা। ফুটবলারদের নির্ভার রেখেছেন কোচ জেমি ডে। অনুশীলনের চেয়ে রিকভারিতে বেশি গুরুত্ব দিয়েছেন এই ইংলিশ টেকটিশিয়ান। সবাই আছেন ফুরফুরে মেজাজে।

বাংলাদেশ যেন ত্রিদেশীয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে তাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা।

দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে কালকে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। কারণ দীর্ঘদিন পর কোনো ট্রফি জেতার সুযোগ থাকছে। আমরা যাতে নেপালকে হারিয়ে ট্রফি নিয়ে ফিরে আসতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।

প্রথম দুই ম্যাচেই গোলবারের নিচে দাঁড়ানো হয়নি রানার। প্রথম ম্যাচে আনিসুর রহমান জিকো ও দ্বিতীয় ম্যাচে শহিদুল আলম সোহেল নেমেছেন। ফাইনালে তাকে দেখা যেতে পারে। যে স্কোয়াডই খেলুক ট্রফিই মূল লক্ষ্য থাকবে বলে জানান তিনি।

বলেন, ‘সবাই ভালো মুডে আছে। দুই ম্যাচে দুইটা একাদশ খেলেছে। আগামীকালকেও সেই ধারা অব্যাহত থাকবে। ট্রফি নিয়ে ফিরব এই কামনাই করছি।’

এ বিভাগের আরো খবর