বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যাম্পিয়ন কিংসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী লিগ

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৭:৫৯

লিগের প্রথম তিন রাউন্ডের শিডিউল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে প্রথম লেগের প্রথম রাউন্ডে আট দলের চারটি ম্যাচ রাখা হয়েছে।

২৭ মার্চ শুরু করার কথা থাকলেও তিন দিন পিছিয়ে ৩১ মার্চ মাঠে গড়াচ্ছে নারী লিগ। প্রথম ম্যাচে গত লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংসের বিপক্ষে মুখোমুখি হবে প্রথমবারের মতো অংশ নেয়া দল সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব।

কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার ম্যাচটির মধ্য দিয়ে শুরু হবে নারী লিগের এই ২০২০-২১ আসর।

লিগের প্রথম তিন রাউন্ডের শিডিউল প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে প্রথম রাউন্ডে আট দলের চারটি ম্যাচ রাখা হয়েছে। দ্বিতীয় ম্যাচে গত লিগের রানার আপ দল নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির বিপক্ষে খেলবে কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব।

তৃতীয় ম্যাচে জামালপুর কাচারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থার বিপক্ষে মাঠে নামবে এফসি ব্রাহ্মণবাড়িয়া ও প্রথম রাউন্ডের শেষ ম্যাচে কুমিল্লার ইউনাইটেডের মুখোমুখি হবে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।

প্রথম পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষ হবে ১০ এপ্রিল। সবগুলো ম্যাচ হবে কমলাপুর স্টেডিয়ামে। এর আগে নারী লিগটি মাঠে গড়িয়েছিল সাত বছর পরে। সাত দলকে নিয়ে তৃতীয় আসরটি হয়েছিল কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে। ফেব্রুয়ারিতে শুরু হয়ে গেল বছর করোনার কারণে মার্চে স্থগিত হয়ে যায় লিগ। আট মাস পরে লিগের পরের পর্বের ম্যাচগুলো হয়।

ডিসেম্বরে শেষ হয় লিগ। অপরাজিত চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। রানার আপ হয় নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি।

লিগে অংশ নেয়া ৮ দলবসুন্ধরা কিংস, শেখ রাসেল, নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি, জামালপুর কাচারী পাড়া একাদশ উন্নয়ন সংস্থা, কুমিল্লা ইউনাইটেড, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব।

এ বিভাগের আরো খবর