বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দশরথে গোল যেন মরীচিকা

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৬:৩৮

ট্রফি জয়ের এক ধাপ পেছনে জামাল ভূঁইয়ারা। প্রায় সব প্রত্যাশা মতো মিলছে কিন্তু ওই গোলের মুখটাই দেখা হয়নি এখনও। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে একটি আত্মঘাতী গোলে। দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র। তিন ম্যাচে সব মিলিয়ে টুর্নামেন্টের গোল মাত্র একটি! সেটাও আত্মঘাতী।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়োজক নেপাল। এরই মধ্যে তিনটা ম্যাচ মাঠে গড়িয়েছে। বলা যেতে পারে কোনো গোল না করেই ফাইনাল খেলছে দুই দল! কিরগিজস্তানের অলিম্পিক দলকে বাংলাদেশ হারিয়েছে আত্মঘাতী গোলের বদান্যতায়। কিন্তু তিন ম্যাচে সরাসরি প্রতিপক্ষের জালের সন্ধান পায়নি কেউই।

নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে তাই গোলের হাহাকার। স্টেডিয়ামজুড়ে অগণিত দর্শকদের উচ্ছ্বাস মিলিয়ে গেছে একটা গোল দেখার অপেক্ষায়। শুধু নেপালে নয় বাংলাদেশের সমর্থকদেরও মুখে যেন এই একটাই কষ্ট!

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আফগানিস্তানের ‘না’ এর পরে নেপালের আমন্ত্রণে রাজী হয়েছে বাংলাদেশ। প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে নেমে কিরগিজস্তানের অলিম্পিক দলকে হারায় লাল-সবুজরা। প্রথম আশা পূরণ হয়েছে, ফাইনাল নিশ্চিত। ১৫ বছর পর দেশের বাইরে কোনো টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ।

ট্রফি জয়ের এক ধাপ পেছনে জামাল ভূঁইয়ারা। প্রায় সব প্রত্যাশা মতো মিলছে কিন্তু ওই গোলের মুখটাই দেখা হয়নি এখনও। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে একটি আত্মঘাতী গোলে। দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র। তিন ম্যাচে সব মিলিয়ে টুর্নামেন্টের গোল মাত্র একটি! সেটাও আত্মঘাতী।

সুযোগ আসেনি তা নয়। দুই ম্যাচ মিলিয়ে বাংলাদেশ গোলের সুযোগ পেয়েছে দশের অধিক। দুই ম্যাচে পাঁচ ফরোয়ার্ডকে খেলিয়েছেন জাতীয় দলের প্রধান জেমি ডে। কিন্তু গোল যেন মরীচিকা।গোল করতে না পারার ব্যর্থতা পুরো এশিয়ার সমস্যা উল্লেখ করে জেমি বলেন, ‘আসলে স্কোরিং শুধু বাংলাদেশেই নয়, এশিয়ারই সমস্যা। নেপাল মিস করেছে অনেক। কিরগিজস্তানও গোল করতে পারেনি।’

ফিনিশিংয়ের অভাবের জন্য দেশের প্রিমিয়ার লিগের সিস্টেমকে দায় দিচ্ছেন এই ইংলিশ টেকটিশিয়ান। জাতীয় দলের এই প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশ লিগে চার জন বিদেশি খেলে। ক্লাবগুলো ফরোয়ার্ড লাইনে বিদেশিদেরই খেলায় ফলে এই সমস্যা রয়েই যাচ্ছে।’

দুই ম্যাচে গোল না পেলেও ফাইনালে গোল পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রিটিশ কোচ, ‘দুইটি ম্যাচ বেশ কঠিন ছিল। আমার ছেলেরা ভালোই খেলেছে। আশা করি ২৯ মার্চ গোল পাবে।’

নেপালের কোচ বাল গোপাল মহারজন অবশ্য আশাবাদী গোলের ব্যাপারে! যেখানে দুই ম্যাচে তার দলও এখনও জালের খোঁজ পায়নি। বলেন, ‘আমরা ফাইনালে গোল করব। সেই লক্ষ্যে আমার দলকে প্রস্তুত করব।’

২৯ মার্চ ফাইনালে কি গোলের দেখা পাবে দশরথ স্টেডিয়াম? নাকি টাইব্রেকারে গোলহীন ট্রফি নিয়ে মাঠ ছাড়বে নেপাল বা বাংলাদেশ? আগামীকালই এর উত্তর মিলবে।

এ বিভাগের আরো খবর