ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগেই চলে গেছে বাংলাদেশ। শনিবার নেপালের সঙ্গে নিয়মরক্ষার ম্যাচে পুরো একাদশই বদলে ফেললেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে দুই ফুটবলারের।
টুর্নামেন্টের প্রস্তুতির প্রথম থেকেই জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলে আসছিলেন, এবার নতুনদের সুযোগ করে দিবেন জাতীয় দলে। আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতা নিয়ে দল গোছানোই মূল ফোকাস রাখছেন এই ইংলিশ টেকটিশিয়ান।
দ্বিতীয় ম্যাচেও মূল একাদশে সেই প্রতিফলন দেখা গেল। এই ম্যাচে অভিষেক করেছেন দুই ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান। এর আগে প্রথম ম্যাচে অভিষেক করতে যাচ্ছেন দুই ডিফেন্ডার রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল।
জেমির পছন্দের ফরমেশন ৪-৩-২-১ হলেও এই ম্যাচে ৪-৩-৩ কৌশলে খেলাতে পারেন। খেলার দৃশ্যপট কী হয় তার ওপর নির্ভর করছে ফরমেশন। দ্বিতীয়ার্ধে আগের কৌশলে ফিরে যেতে পারেন তিনি।
এ ছাড়া গত কিরগিজস্তান ম্যাচের মূল একাদশের কোনো ফুটবলারই নেই আজকের ম্যাচে। গোলকিপার আনিসুর রহমান জিকোর জায়গায় দলে নেমেছেন শহিদুল আলম সোহেল। বাংলাদেশের মূল একাদশ : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), মোঃ ইমন, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, মেহেদী হোসেন, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, আব্দুল্লাহ, মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা ও রাকিব হোসেন।