সম্প্রতি বাংলাদেশের নাগরিক সনদপত্র পেয়েছেন নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে। এরপরেই ফুটবলের সংশ্লিষ্টরা অনেকেই জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সিতে কিংসলের সুযোগ দেখছেন। বলছেন, সুযোগ পেলে জাতীয় দলের গোল ফিনিশিংয়ের অভাব মেটাতে পারেন কিংসলে।
ইতোমধ্যে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের জার্সিতে নাম লিখিয়েছেন দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত স্কোরার। অনুশীলনও শুরু করে দিয়েছেন ক্যাম্পে থাকা ফুটবলারদের সঙ্গে।
দেশের ফুটবলে এখন আলোচিত এই ফুটবলারকে নিয়ে কী ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)?
ফেডারেশনের চতুর্থবারের সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ কাজী সালাউদ্দিন সম্ভাবনা দেখছেন কিংসলেকে নিয়ে। তবে মনে করেন, জাতীয় দলের দুয়ারে ঢোকার চাবি দেখাতে হবে তাকে।
সালাউদ্দিনের চোখে সেই চাবিটি হলো মেধা। মেধা দেখিয়ে জাতীয় দলে সুযোগ করে নিতে হবে কিংসলেকে।
বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবল বিশ্বে এটা খুব সাধারণ ঘটনা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সই এর বড় উদাহরণ। আমাদের এখানে সেই রকম মেধাবী থাকলে অবশ্যই তাকে সুযোগ দেওয়া হবে।’
কিংসলে খানিক ইনজুরিতে ভুগলেও গত ৩ সিজনে টিম বিজেএমসি ও আরামবাগের মতো ক্লাবের হয়ে লিগের ৩৪ ম্যাচে ১৭ গোল করেছেন। ফুল ফিট হয়ে করোনায় বাতিল হওয়া লিগেও আরামবাগের হয়ে ৫ ম্যাচে ৬ গোল করে ভালোভাবেই এগোচ্ছিলেন। বাংলাদেশের নাগরিকত্ব পাবার কাজে ব্যস্ত থাকায় এবারের লিগে এখন পর্যন্ত কোন দলে ঢুকেননি। দ্বিতীয় পর্বের জন্য তাকে দলে নিয়েছে কিংস।
২০১১ সাল থেকে বাংলাদেশে ঘরোয়া ফুটবলে খেলছেন কিংসলে। বয়স এখন ৩১। লিগে পারফর্ম করলে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে বলে মনে করেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।