অষ্টম বছরে পা রেখেছে দেশের ফুটবলের সুসময় ফিরিয়ে আনতে নানান উদ্যোগে বছরব্যাপী ব্যস্ত থাকা ফুটবল সংগঠন সাপোর্টার্স অফ ফুটবল বাংলাদেশ ফুটবল (এসবিএফ)।
রাজধানীর একটি রেস্টুরেন্টে শুক্রবার কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেছে দেশের ফুটবল সংগঠন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলকিপার বিপ্লব ভট্টচার্য, বিশিষ্ট চিত্রগ্রাহক নাজমুল আমিন কিরণসহ এসবিএফের শুভানুধ্যায়ীরা।
অতিথিরা কেক কেটে এবং সমসাময়িক ফুটবলের বিভিন্ন আলোচনায় প্রাণবন্ত করে রাখেন পুরো অনুষ্ঠান। শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা সবাই এসবিএফের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এসবিএফের সব ধরনের উদ্যমী কার্যক্রমে সম্পৃক্ত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসিদ্ধ গোলকিপার বিপ্লব ভট্টাচার্য সংগঠনের শুভকামনা জানিয়ে বলেন, ‘এসবিএফের সাথে ছিলাম আছি আগামীতেও থাকবো! আর এসবিএফের আজকের এই অবস্থায় আসার জন্য টিম ইউনিটি! আশাকরি আগামীতেও এই ইউনিটি দেখা যাবে এবং দেশের ফুটবলের জন্য অবদান রাখবে।’
এ ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, সেক্রেটারি সম্রাট মহিম, সহ-সভাপতি বাবলু, আইমান আন্দালিব, মাকসুদ, অয়ন, নিলয়, আশিক, এনায়েত, সুদীপ্ত, রাকিব, সোহেব ও রাসেল।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ শে মার্চ বাংলাদেশ ফুটবলকে সমর্থন করতেই দুটি অনলাইন গ্রুপ ও বাংলাদেশ ফুটবল টিম পেজের যাত্রা থেকেই সংগঠনে পরিণত হয় এসবিএফ।