বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যামেরুন স্ট্রাইকার উড়িয়ে আনছে মোহামেডান

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১৮:২৬

দলের আক্রমণভাগ শক্তিশালী করতে ক্যামেরুনের স্ট্রাইকার ইয়াসান অচিংকে উড়িয়ে আনছে মোহামেডান। আগামীকাল শুক্রবার ঢাকায় পা রাখবেন এই স্ট্রাইকার। এরপরেই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারবে ক্লাব ম্যানেজমেন্ট।

দলের শক্তি বাড়াতে একজন নিখুঁত স্ট্রাইকারের সন্ধানে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের জন্য ক্যামেরুনের স্ট্রাইকার আনছে ক্লাব ম্যানেজমেন্ট।

এ দিকে নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার আবিওলা নুরাদকে ছেড়ে দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।

দলের আক্রমণভাগ শক্তিশালী করতে ক্যামেরুনের স্ট্রাইকার ইয়াসান অচিংকে উড়িয়ে আনছে মোহামেডান। আগামীকাল শুক্রবার ঢাকায় পা রাখবেন এই স্ট্রাইকার। এরপরেই তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারবে ক্লাব ম্যানেজমেন্ট।

ক্লাবের পরিচালক ও টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স বৃহস্পতিবার বিকেলে নিউজবাংলাকে এই ফুটবলারকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বলেন, ‘তার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে ক্লাব। আমরা চাচ্ছিলাম একজন নিখুঁত স্ট্রাইকার নিতে। যে সুলেমান দায়াবাতের সঙ্গে ভালো জুটি গড়বে। কোচের সঙ্গে কথা বলে তাকে নেয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছি। শুক্রবার ভোরে ঢাকায় পৌঁছাবে ক্যামেরুনের এই স্ট্রাইকার।’

শুক্রবার ঢাকায় এসে করোনা টেস্ট করাবেন ইয়াসান অচিং। নেগেটিভ আসলে ক্লাবে গিয়ে আনুষ্ঠানিকতা দলের অনুশীলনে যোগ দিবেন। শন লেনের অধীনে লিগের দ্বিতীয় পর্বের জন্য অনুশীলন করছে মোহামেডান দল।

সবশেষ মিয়ানমার জাতীয় লিগে উইকাপিন ইউনাইটেড এফসির হয়ে খেলেছেন ইয়াসান। ১৩ ম্যাচে ৬টি গোল আছে ২২ বছর বয়সী এই ক্যামরুন ফুটবলারের নামের পাশে।

বিপিএলে এবার প্রথম লেগ শেষে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোহামেডান।

এ বিভাগের আরো খবর