বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চিকিৎসার জন্য দেশে ফিরছেন বিশ্বনাথ

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ১৭:০৪

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন জাতীয় দলের নিয়মিত এই ফুটবলার বিশ্বনাথ ঘোষ।

প্রথম ম্যাচে ইনজুরির ফলে নেপালের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যাওয়া জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ দেশে ফিরছেন। অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। দেশে ফিরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হবেন এই ডিফেন্ডার।

বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন জাতীয় দলের নিয়মিত এই ফুটবলার।

এক ভিডিও বার্তায় বিশ্বনাথ ঘোষ বলেন, ‘কিরগিজস্তানের সঙ্গে ম্যাচ আমি গুরুতর ইনজুরিতে পড়ি। গতকাল এমআরআই রিপোর্টে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে বলা হয়েছে। সবাই আমার দল ও আমার জন্য দোয়া করবেন। যাতে দ্রুত মাঠে ফিরতে পারি।’

১-০ গোলে জয় পাওয়া কিরগিজস্তান ম্যাচের ৬৬ মিনিটের মাথায় দুই খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াইয়ে পায়ের মাসলে ব্যথা পান বিশ্বনাথ। পরে স্প্রে দেয়ার পর মাঠে ফিরলেও চার মিনিটের মাথায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

বিশ্বনাথের পরিবর্তে দলে আপাতত কাউকে নেয়া হচ্ছে না। টুর্নামেন্ট শুরুর আগেই যে ২৩ সদস্যের স্কোয়াড দেয়া হয়েছে সেখান থেকেই বিশ্বনাথের পরিবর্তে খেলবে একজন।

তার পরিবর্তে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত মূল একাদশে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর