২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা মোটেও ভালো হলো না নেদারল্যান্ডসের। প্রথম ম্যাচেই তুরস্কের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে ডাচরা।
শুরুটা ভালো হয়নি বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সেরও। ঘরের মাঠে ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াও ১-০ ব্যবধানে হেরেছে স্লোভেনিয়ার কাছে।
তবে জয় তুলে নিয়েছে পর্তুগাল ও বেলজিয়াম। আজারবাইজানকে ১-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা। অন্যদিকে ওয়েলসের বিপক্ষে বেলজিয়াম জয় পেয়েছে ৩-১ এর ব্যবধানে।
তুরস্কের ঘরের মাঠে স্বাগতিকদের জয়ের নায়ক ছিলেন ৩৫ বছর বয়সী বুরাক ইলমাজ। দারুণ এক হ্যাট্রিক করে দলকে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা এনে দেন তুর্কি অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই ডাচরা আক্রমণ করলেও ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে ইলমাজের শট ডিফেন্ডার ম্যাথায়াস ডি লিটের গায়ে লেগে জড়ায় জালে, এগিয়ে নেয় স্বাগতিকদের। ৩৪ মিনিটে ডেনিয়েল মালেনের ফাউল থেকে পেনাল্টি পেলে ১২ গজ দূর থেকে তুরস্ককে ২-০ ব্যবধানে এগিয়ে নেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
বিরতির মাত্র মিনিটখানেক পরেই হাকান চালানগলুর দূরপাল্লার শটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। তবে বদলি হিসেবে মিডফিল্ডার ডেভি ক্লাসেন নামার পর ম্যাচে ফেরে ডাচরা।
মেম্ফিস ডিপাইয়ের পাস থেকে ৭৫ মিনিটে গোল করে নেদারল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন ক্লাসেন। মিনিটখানেক পরেই ডিপাইয়ের ফ্রি কিক থেকে বক্সের ভেতর জটলায় বলে মাথা ছোঁয়ান লুক ডি ইয়ং, ব্যবধান কমে আসে ৩-২ এ।
কিন্তু ডাচদের সব আশা নিরাশায় পরিণত করেন ইলমাজ। ৮১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে নিশ্চিত করেন, তিন পয়েন্ট পাচ্ছে তুর্কিরাই।
৯৪ মিনিটে অবশ্য পেনাল্টি পেয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু সেখান থেকে গোল করতে পারেননি ডিপাই, তার পেনাল্টি ঠেকিয়ে দেন তুর্কি গোলকিপার উগুরকান চেকির।
অন্যদিকে ঘরের মাঠে মাত্র ১৯ মিনিটেই আঁতোয়ান গ্রিজমানের দারুণ এক গোলে এগিয়ে যায় ফ্রান্স। জয়ের দিকেই এগুচ্ছিল তারা, কিন্তু ৫৭ মিনিটে প্রেসনেল কিমপেম্বে আত্মঘাতী গোল দিয়ে বসলে তা আর হয়নি। ফলে প্রথম ম্যাচেই পয়েন্ট হারায় ফরাসিরা।
পর্তুগালে অবশ্য দুর্দান্ত হয়ে উঠেছিলেন আজারবাইজান গোলকিপার সাহরুদ্দিন মাহাম্মেদেলিয়েভ। সব মিলিয়ে ১৪টি শট ঠেকিয়েছেন তিনি, পুরো ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফার্নান্দেসদের গোল করতে দেননি। ৩৭ মিনিটে একমাত্র যে গোলটি হজম করেন, সেটিও আত্মঘাতী গোল।
ঘরের মাঠে ওয়েলসের হ্যারি উইলসনের গোলে অবশ্য ১০ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়েছিল বেলজিয়াম। কিন্তু কেভিন ডি ব্রুইনা, থর্গান অ্যাজার ও রোমেলু লুকাকুর গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়ানরা।