বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার বিশ্বনাথ

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৮:৫৩

কিরগিজস্তান ম্যাচের ৬৬ মিনিটের মাথায় দুই খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াইয়ে পায়ের মাসলে ব্যাথা পান বিশ্বনাথ। পরে স্প্রে দেয়ার পর মাঠে ফিরলেও চার মিনিটের মাথায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

নেপালে চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কিরগিজস্তান বিপক্ষে বাজে ট্যাকেলের শিকার হয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় নিচ্ছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হচ্ছে এই ডিফেন্ডারকে।

বুধবার জাতীয় দলের ম্যানেজার ও সাবেক অধিনায়ক ইকবাল হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতকাল খেলায় সে ব্যথা পেয়েছিল। আমাদের ফিজিও প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

‘আজকে সকালে তাকে আমরা মেডিক্যালে পাঠিয়েছিলাম। তার এমআরআই রিপোর্টটা করিয়েছি। ওর মাসলে বড় ইনজুরি আছে। চিকিৎসকরা বলেছে অন্তত দুই সপ্তাহ তাকে রেস্টে থাকতে।’

এমন পরিস্থিতিতে দলের ম্যানেজমেন্ট বিশ্বনাথকে চিকিৎসার জন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইকবাল বলেন, ‘আমরা ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল (বৃহস্পতিবার) তাকে দেশে পাঠিয়ে দেব। ওখানেই যথাযথ ট্রিটমেন্টটা নেবে।’

১-০ গোলে জয় পাওয়া কিরগিজস্তান ম্যাচের ৬৬ মিনিটের মাথায় দুই খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াইয়ে পায়ের মাসলে ব্যথা পান বিশ্বনাথ। পরে স্প্রে দেয়ার পর মাঠে ফিরলেও চার মিনিটের মাথায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

বিশ্বনাথের পরিবর্তে দলে আপাতত কাউকে নেয়া হচ্ছে না। টুর্নামেন্ট শুরুর আগেই যে ২৩ সদস্যের স্কোয়াড দেয়া হয়েছে সেখান থেকেই বিশ্বনাথের পরিবর্তে খেলবে একজন। তার পরিবর্তে ডিফেন্ডার ইয়াসিন আরাফাত মূল একাদশে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের আরো খবর