বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্লিনশিট রাখতে পেরে খুশি জেমি

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ২২:৪৮

জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, ‘আমরা ক্লিনশিট রাখতে পেরেছি এটাই বড় ব্যাপার। এই ম্যাচে নতুনরা সুযোগ পেয়েছে। আমরা চাইলে আরও ভালো খেলতে পারতাম।’

নেপালে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কিরগিজস্তানের অলিম্পিক দলকে হারিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। অচেনা কিরগিজদের বিপক্ষে এক গোলের জয়ে ক্লিনশিট রাখতে পারাতেই খুশি জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

মঙ্গলবার নেপালের দশরথ স্টেডিয়ামে কিরগিজদের ১-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন এই ইংলিশ টেকটিশিয়ান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা ক্লিনশিট রাখতে পেরেছি এটাই বড় ব্যাপার। এই ম্যাচে নতুনরা সুযোগ পেয়েছে। আমরা চাইলে আরও ভালো খেলতে পারতাম।’

প্রথমার্ধে আধিপত্য বজায় রেখে খেললেও বিরতির পর যেন দৃশ্যপটে বদল আসে। একেবারে রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে জেমি বাহিনী। গোল হজম না করলেও বাংলাদেশের মতো দলের এই মানসিকতা নিয়ে খেলাতেই সন্তুষ্ট জেমি।

বলেন, ‘ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট। সামনের ম্যাচে ভালো খেলাই এখন লক্ষ্য।’

জয়ে খুশি ম্যাচ সেরা সোহেল রানা। অধিনায়ক হিসেবে মাঠে নেমে প্রথমার্ধে গোল আদায় করে নেন। ম্যাচ জয়ে অবদান রাখায় ম্যাচ সেরার পুরস্কারও পান এই মিডফিল্ডার। তিনি মনে করেন, আরও ভালো খেলার সুযোগ ছিল বাংলাদেশের। এখন সামনের নেপাল ম্যাচে মনোযোগ দিতে চান তিনি।

ম্যাচসেরা হন বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানা

বলেন, ‘আমরা জিতে সিরিজ শুরু করতে চেয়েছিলাম। সেটা হয়েছে। এখন আশা করি, সামনের ম্যাচটা আরও ভালো খেলতে পারব। পরের ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

২৫ মার্চ দ্বিতীয় ও গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে আয়োজক নেপালের বিপক্ষে। ফাইনাল ২৭ মার্চ।

এ বিভাগের আরো খবর