বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের ‍মূল একাদশে অভিষেক তিন ফুটবলারের

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ১৮:২৯

টুর্নামেন্টের প্রস্তুতির প্রথম থেকেই জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলে আসছিলেন এবার নতুনদের সুযোগ করে দেবেন জাতীয় দলে। কিরগিজস্তান ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক করতে যাচ্ছেন দুই ডিফেন্ডার রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল।

নেপালে ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের মূল একাদশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে চলেছে নবাগত তিন ফুটবলারের।

টুর্নামেন্টের প্রস্তুতির প্রথম থেকেই জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে বলে আসছিলেন, এবার নতুনদের সুযোগ করে দিবেন জাতীয় দলে। আন্তর্জাতিক টুর্নামেন্টের অভিজ্ঞতা নিয়ে দল গোছানোই মূল ফোকাস রাখছেন এই ইংলিশ টেকটিশিয়ান।

আপাতত প্রথম ম্যাচের স্কোয়াডে সেই প্রতিফলন দেখা গেল। অভিষেক করতে যাচ্ছেন দুই ডিফেন্ডার রিমন হোসেন, হাবিবুর রহমান সোহাগ ও ফরোয়ার্ড মেহেদী হাসান রয়েল।

জেমির পছন্দের ফরমেশন ৪-৩-২-১ হলেও এই ম্যাচে ৪-৩-৩ কৌশলে খেলাতে পারেন। খেলার দৃশ্যপট কী হয় তার ওপর নির্ভর করছে ফরমেশন। দ্বিতীয়ার্ধে আগের কৌশলে ফিরে যেতে পারেন তিনি।

এই ম্যাচে জামাল ভূঁইয়াকে রেস্ট দেয়া হয়েছে। তবে ম্যাচের প্রেক্ষাপটের ওপর নির্ভর করছে সবকিছু। দৃশ্যপট প্রতিকূলে থাকলে জামালকে বদলি হিসেবে দেখা যেতে পারে। তা ছাড়া মূল একাদশে ১৯ মাস পর ফিরলেন জনি, ইনজুরি বিরতির পর ফিরেছেন মতিন মিয়াও।

নেপালের দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌনে ছয়টায় ম্যাচটি শুরু হবে। ২৫ মার্চ দ্বিতীয় ও গ্রুপের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে আয়োজক নেপালের বিপক্ষে। ফাইনাল ২৭ মার্চ।

বাংলাদেশের মূল একাদশ:

গোলকিপার: আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার: রিমন হোসেন, টুটুল হোসেন বাদশা, হাবিবুর রহমান সোহাগ ও বিশ্বনাথ ঘোষ মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া জনি, সোহেল রানা ফরোয়ার্ড: মতিন মিয়া, মেহেদী হাসান রয়েল ও সাদ উদ্দীন

এ বিভাগের আরো খবর