লা লিগার শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে অ্যাতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে। এ সপ্তাহের ম্যাচে মাদ্রিদের দুই দলই জয় পেলে চাপ বাড়ে বার্সেলোনার ওপর।
কিন্তু লা লিগা পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর দল রিয়াল সোসিয়েদাদকে তাদের ঘরের মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শিরোপা দৌড়ে টিকিয়ে রেখেছে রোনাল্ড কুম্যানের শিষ্যরা।
বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন অধিনায়ক লিওনেল মেসি ও সার্জিনিও দেস্ত। একটি করে গোল পান আঁতোয়ান গ্রিজমান ও উসমান ডেম্বেলে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ সাজালেও গোল খুঁজে পাচ্ছিল না কাতালানরা। বরং ২৩ মিনিটের মাথায় সোসিয়েদাদের আলেক্সান্ডার ইসাক সুযোগ পেয়েছিলেন দলকে এগিয়ে নেয়ার, পারেননি মার্ক আন্দ্রে টের স্টেগেনের দৃঢ়তায়।
বার্সার গোল আসে ৩৭ মিনিটের মাথায়। দারুণ কিছু ছন্দময় পাসের পর বাঁ প্রান্ত থেকে ক্রস করে জর্দি আলবা, সেই ক্রসে ডেম্বেলে পা ছোঁয়ালেও ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলকিপার অ্যালেক্স রেমিরো। ফিরতি বল জালে জড়াতে কোনো ভুল করেননি গ্রিজমান, বার্সা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
মিনিট ছয়েক পরেই দ্বিতীয় গোল পায় তারা। মেসির দারুণ পাস থেকে বক্সে বল পেয়ে যান দেস্ত, জোরালো এক শটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এটিই ছিল আমেরিকান এই রাইট ব্যাকের লা লিগায় প্রথম গোল।
দ্বিতীয়ার্ধের মাত্র ছয় মিনিটের মধ্যে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান দেস্ত। আলবার দারুণ ক্রসটা সোসিয়েদাদ ডিফেন্ডার লে নরম্যান্ড ক্লিয়ার করেই ফেলছিলেন, কিন্তু সেই ক্লিয়ারেন্স দেস্তের পায়ে লেগে জড়ায় জালে।
মিনিট তিনেক পরেই ম্যাচে নিজের প্রথম গোল পান মেসি। সার্জিও বুস্কেটসের অসাধারণ এক পাস সোসিয়েদাদ বক্সে খুঁজে নেয় মেসিকে, সেই পাস থেকে রেমিরোকে পরাস্ত করে ব্যবধান ৪-০ করতে ভুল করেননি বার্সা অধিনায়ক।
৬৫ মিনিটের মাথায় মেসির পাস থেকে ডেম্বেলে বল জালে জড়ালেও বিতর্কিত এক অফসাইড সিদ্ধান্তে বাতিল হয় গোলটি। তবে সেই গোল পেতে ডেম্বেলে সময় নেন মাত্র আট মিনিট। মাঝমাঠে বল পেয়ে এক দৌড়ে চলে যান বক্সে, গিয়ে বাঁ পায়ের নিঁখুত শটে ব্যবধান করেন ৫-০।
৭৭ মিনিটে গতিময় এক শটে স্টেগেনকে পরাস্ত করে ম্যাচে সোসিয়েদাদের একমাত্র গোলটি করেন আন্ডের ব্যারেনেটেক্সিয়া।
৮৯ মিনিটে বার্সা করে তাদের ষষ্ঠ গোল, যেটি ম্যাচে তাদের সেরাও। অস্কার মিঙ্গুয়েজা থেকে মেসি, সেখান থেকে ইলাইক্স মরিবা হয়ে আবার মেসি, তার থেকে আলবা, আলবা কাটব্যাক করলেন রিকি পুজকে, রিকির ফিরতি বল বক্সে ফাঁকায় পেয়ে যান আলবা, সেখান থেকে খুঁজে নেন মেসিকে। গোলের ১০ গজ দূর থেকে এই মৌসুমের লা লিগায় নিজের ২৩তম গোল করতে কোনো ভুল হয়নি মেসির।
এই জয় দিয়ে ২৮ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৬২, তারা আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো, ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।