মৌসুম শেষ লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে ঘুরেফিরে ম্যানচেস্টার সিটির সঙ্গে আসছে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম। কিছুদিন আগে তাদের সবচেয়ে বড় তারকা নেইমার প্রকাশ্যে জানান মেসিকে দলে চান তিনি। নেইমারের সেই ইচ্ছা হয়তো পূরণ হতে যাচ্ছে। তবে পিএসজিতে নয়, বার্সেলোনাতেই আবারও দেখা যাবে দুই তারকাকে।এমন বিস্ফোরক মন্তব্য নেইমারের সাবেক এজেন্ট আন্দ্রে কুরির। তার মতে, বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার দক্ষতা ও সামর্থ্য আছে নেইমারকে ক্লাবে ফিরিয়ে নিয়ে যাওয়ার।বার্সেলোনায় থাকাকালীন নেইমারের এজেন্ট ছিলেন কুরি। আর্জেন্টিনার পত্রিকা এল লিতোরালকে তিনি বলেন বার্সেলোনা ছাড়াটা তার ভুল ছিল।‘নেইমারের জন্য বার্সেলোনার দরজা সব সময়ই খোলা। ফ্যানরা জানত যে সে ভুল করেছে। এমনকি নেইমার নিজেও কিছুদিন পর তা বুঝতে পারে।নেইমার বার্সেলোনায় ফিরতে পারলে খুশি হবে এমনটা মনে করেন কুরি। দুই বছর আগে তিনি চেষ্টাও করেন ব্রাজিলিয়ান সুপারস্টারকে কাতালুনিয়ায় ফেরাতে।‘দুই বছর আগে নেইমার আনুষ্ঠানিকভাবে আমার কাছে বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করে। আমরা চেষ্টা করেছি। প্যারিস থেকে তাকে নিয়ে আসার খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু বিশেষ কিছু কারণে শেষ পর্যন্ত তেমনটা আর হয়নি।’সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। মেসির উত্তরসূরি হিসেবে ভাবা হলেও চার বছর পর বার্সেলোনা ছেড়ে প্যারিসে চলে আসেন তিনি ২২২ মিলিয়ন ইউরোর বিশ্বরেকর্ড ট্রান্সফারে।
নেইমার ক্লাব ছাড়ার পর থেকেই একের পর এক ভুল ও খরুচে ট্রান্সফার করেছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শূন্যস্থান পূরণে একের পর এক উসমান ডেম্বেলে, ফিলিপে কোতিনিয়ো ও আঁতোয়া গ্রিজমানকে নিয়ে আসা হয়েছে কাম্প ন্যুয়ে। তারপরও খুব একটা লাভ হয়নি বার্সার।ক্লাবের সমর্থকেরা এখনও বিশ্বাস করেন নেইমার ফিরবেন বার্সেলোনায়। কুরিও একমত তাদের সঙ্গে। বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা দায়িত্ব নেয়ার পরপরই মেসিকে আশ্বস্ত করেছেন থেকে যেতে। কুরির বিশ্বাস লাপোর্তাই পারবেন নেইমারকে ফিরিয়ে নিতে।‘লাপোর্তাই একমাত্র এই দুইজনকে একসঙ্গে ফেরাতে পারেন। মেসি বার্সেলোনা ছাড়ছেন না। তিনি জানেন তার ইতিহাস সেখানেই। নেইমার মেসির সঙ্গে খেলবে। তবে সেটা বার্সেলোনায়।’ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে দুই লেগ খেলতে না পারা নেইমারকে আজ রাতে দেখা যেতে পারে মাঠে। চোট থেকে সেরে ওঠায় ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে ম্যাচে স্কোয়াডে তাকে রেখেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।