ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পর অনুষ্ঠিত হয়েছে ইউরোপা লিগের ড্র। ইউরোপের দ্বিতীয় সেরা ফুটবল টুর্নামেন্টের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ স্পেনের গ্রানাদা।সুইজারল্যান্ডের নিওঁর ড্র অনুষ্ঠান থেকে জানা যায় টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল মোকাবিলা করবে টুর্নামেন্টের ডার্ক হর্স গ্রানাদাকে। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার সম্ভাবনা একরকম নেই বললেন চলে ইউনাইটেডের। ইউরোপা লিগ জিতে মৌসুমে অন্তত একটি ট্রফি জিততে চান ওলে গানার শোলস্কায়ার।সেই পথে তাদের বাধা মৌসুমের চমক গ্রানাদা। লা লিগার মাঝারি সারির দলটি এবারে স্প্যানিশ লিগ ও ইউরোপ দুই জায়গাতেই চমক দেখাচ্ছে। লিগে তারা আছে আট নম্বরে।আর শেষ ষোলোতে নরওয়ের এফকে মলডেকে হারিয়ে উঠে এসেছে ইউরোপার কোয়ার্টার ফাইনালে। তবে, রেড ডেভিলদের টপকাতে হলে বিশেষ কিছুই করে দেখাতে হবে তাদের।ইউনাইটেডের পর নজর থাকছে আয়াক্স আমস্টার্ডামের ম্যাচেও। ডাচ জায়ান্টদের শেষ আটের প্রতিদ্বন্দ্বি ইতালির রোমা। ডাচ এরেডিভিসিতে শীর্ষেই আছে আয়াক্স। তবে, রোমা ভুগছে ধারাবাহিকতার অভাবে। ইতালিয়ান সেরি আয় ছয় নম্বরে আছে রোমের দলটি।
জোসে মরিনিয়োর টটেনহ্যামকে বিদায় করে দেয়া ডিনামো জাগরেব মোকাবিলা করবে স্পেনের ভিয়ারিয়ালকে। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে ইউরোপা লিগ জেতা ছাড়া উপায় নেই ভিয়ারিয়ালের। লা লিগায় শীর্ষ চার থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে সাতে আছে তারা।কোয়ার্টার ফাইনালের সবশেষ ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাগ।ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগ শুরু হচ্ছে ৮ এপ্রিল। সাতদিন পর অর্থাৎ ১৫ এপ্রিল হবে দ্বিতীয় লেগ। ২৬ মের ফাইনাল হবে পোল্যান্ডের গিডানস্কে।