দুই দেশের দুই হেভিওয়েটের ম্যাচ। এক গোলেই নির্ধারিত হয়েছে হার-জিত। এসি মিলানকে টপকে ইউয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোলটি আসে পল পগবার পা থেকে।তার গোলেই মিলানের মাঠ থেকে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় শেষ ষোলোতে ইউনাইটেডের পক্ষে অ্যাগ্রেগেট ছিল ২-১।সান সিরোতে অতিথিদের জয়সূচক গোল আসে ৪৮ মিনিটে। বিরতির পর মাঠে নামেন পগবা। নামার মিনিট তিনেকের মধ্যেই ফ্রেডের পাস থেকে বল পেয়ে দারুণ শটে মিলান গোলকিপার জানলুইজি দোনারুমাকে পরাস্ত করেন। ওই এক গোলেই নির্ধারিত হয় ম্যাচভাগ্য।গোলের খোঁজে মরিয়া মিলান ৬৫ মিনিটে সামু কাসতিজেহোকে বদলে নামায় তাদের তুরুপের তাস স্লাতান ইব্রাহিমোভিচকে। ৩৯ বছর বয়সী এই সুইড মাঠে নামার পরপরই সুযোগ তৈরি করেন। তবে কাছ থেকে নেয়া তার হেড চমৎকার দক্ষতার প্রতিহত করেন ইউনাইটেড গোলকিপার ডিন হেন্ডারসন।শেষ পর্যন্ত পগবার গোলটিই পার্থক্য গড়ে দেয় দুই দলের। ইউনাইটেড পৌঁছে যায় শেষ আটে। আর বাদ পড়ে মিলান।ম্যাচ শেষে দীর্ঘদেহী ফ্রেঞ্চম্যানের প্রশংসা ঝরেছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার ওলে গানার শোলস্কায়ারের কণ্ঠে। তবে, এখনও পুরো ফিট নন এই ফ্রেঞ্চ মিডফিল্ডার এমনটা অভিমত ইউনাইটেড বসের।‘পলকে ছাড়াই এতদিন ছেলেরা ভালো খেলেছে। কিন্তু আমরা সবাই তার দক্ষতা সম্পর্কে জানি। সে বিরাট বড় ও গুরুত্বপূর্ণ পার্থক্য গড়ে দেয়। পল খুবই পরিশ্রম করছে। তবে, মনে হচ্ছে এখনও ৪৫ মিনিটের বেশি খেলার জন্য প্রস্তুত নয় সে।’কোয়ার্টার ফাইনালে ইউনাইটেডের সঙ্গী হয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের কাছে ১-০ গোলে হেরে যাবার পরও প্রথম লেগে বড় জয় থাকায় কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে গানাররা। প্রথম লেগে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে তাদের পক্ষে অ্যাগ্রেগেট দাঁড়ায় ৩-২।
চোট থেকে ফেরা পগবাই ইউনাইটেডের নায়ক
মিলানের মাঠ থেকে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় শেষ ষোলোতে ইউনাইটেডের পক্ষে অ্যাগ্রেগেট ছিল ২-১।
-
ট্যাগ:
- ইউনাইটেড
এ বিভাগের আরো খবর/p>