বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পার্সের বিদায়কে ‘অপমানজনক’ বললেন অধিনায়ক লরিস

  •    
  • ১৯ মার্চ, ২০২১ ১০:৩৯

ডিনামো জাগরেবের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও বিদায় নিতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। নিজ মাঠে জেতার পর জাগরেবের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয় জোসে মরিনিয়োর দল।

ইউয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে ডিনামো জাগরেবের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও বিদায় নিতে হয়েছে টটেনহ্যাম হটস্পারকে। নিজ মাঠে জেতার পর জাগরেবের মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয় জোসে মরিনিয়োর দল।দলের এমন পারফর্মেন্সে ক্ষুব্ধ অধিনায়ক উগো লরিস এই হারকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন। আর মরিনিয়ো মতে তার খেলোয়াড়েরা ‘জীবনের সহজ সত্য বুঝতে পারেনি’।ক্রোয়েশিয়ার কাল ডিনামো জাগরেব নিজ মাঠে ৬২ ও ৮২ মিনিটের গোলে ম্যাচকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে। দুটি গোলই আসে মিসলাও অরসিচের পা থেকে। দুই লেগ মিলিয়ে অ্যাগ্রেগেট ২-২ দাঁড়ালে অতিরিক্ত সময়ে খেলা গড়ায়।অতিরিক্ত সময়ের ১৬ মিনিটে আবারও স্কোর করেন অরসিচ। পূর্ণ করেন হ্যাটট্রিক আর স্পার্সকে বিদায় করে দেন টুর্নামেন্ট থেকে।ইউরোপ থেকে বিদায় নেয়ার রাতে স্বাভাবিকভাবেই মন মেজাজ ভালো ছিল না খেলোয়াড়দের। অধিনায়ক লরিস দোষারোপ করলেন লকার রুমের মানসিকতাকে। ক্রীড়া চ্যানেল বিটি স্পোর্টকে তিনি বলেন, কেউই এই হারের দায় এড়াতে পারবেন না।‘এটা অপমানজনক। আশা করি লকার রুমের সবাই এটার দায় নেবে। এমন হারের স্বাদ কষ্টের চেয়েও বেশি কিছু আর এটার জন্য আমরা সবাই দায়ী। ক্লাব হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড়। কিন্তু আমাদের মৌলিক কিছু জায়গায় সমস্যা আছে। মানসিক ভাবে আমাদেরকে আরও শক্ত ও লড়াকু হতে হবে।’স্পার্স বস মরিনিয়ো-ও কথা বলেছেন একই সুরে। তবে খানিকটা দার্শনিকের ভঙ্গিতেই তিনি বলেন খেলোয়াড়দের নিয়ে। প্রতিপক্ষের প্রশংসা করে এই পর্তুগিজ ট্যাকটিশিয়ান বিটি স্পোর্টকে বলেন, তার দল ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নেই।‘আমার দলকে দেখে মনে হয়নি তারা একটু বড় ম্যাচ খেলছে। তাদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও এটা আমার জন্যে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দুই দলের মানসিকতায় এমন পার্থক্য দুঃখজনক। আমি দুঃখিত যে আমার দল শুধু ফুটবলই নয়, নিজের কাজের সম্মান করা ও সর্বোচ্চ চেষ্টা করার মতো জীবনের মৌলিক বিষয়গুলোতেও পিছিয়ে। এই মুহূর্তে টটেনহ্যাম সমর্থকদের কাছে আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু বলার নেই।’এখন খালি হাতেই মৌসুম শেষ হওয়ার সম্ভাবনা জোরালো মরিনিয়োর সামনে। লিগ টেবিলে আট নম্বরে থাকা টটেনহ্যামের সামনে শুধু ইংলিশ লিগ কাপের শিরোপা জেতার হাতছানি। ২৫ এপ্রিল তারা মুখোমুখি হবে পেপ গার্দিওলার সর্বজয়ী ম্যানচেস্টার সিটির।

এ বিভাগের আরো খবর