ভারতের আই লিগে নিজের শেষ ম্যাচে কলকাতা মোহামেডান দারুণ জয় উপহার দেন জামাল ভূঁইয়া। পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে বুধবার বিদায়ী সংবর্ধনা দেয় ১৩০ বছর পুরোনো এই ক্লাব।
ক্লাবের পক্ষ থেকে জামালকে উত্তরীয় পড়িয়ে দেন সাধারণ সম্পাদক দানিশ ইকবাল। এ ছাড়া তাকে ক্রেস্ট-স্মারকসহ দেয়া হয় কিছু উপহার।
আরো বড় করে আয়োজন করতে চেয়েছিল ক্লাব ম্যানেজমেন্ট। করোনার কারণে সেই আক্ষেপটা ঝড়ল সাধারণ সম্পাদক কণ্ঠে। বলেন, ‘আমরা জামালকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। করোনা পরিস্থিতি না হলে হয়তো আরো বড় আয়োজন করতাম। এখনো লিগের দুইটি ম্যাচ রয়েছে। এর মধ্যেও খানিকটা স্বল্প আকারে জামালকে সম্মান দিলাম।’
এমন আয়োজনে সিক্ত জামাল ভূঁইয়া বলেন, ‘এভাবে সম্মানজনক বিদায় পাব ভাবিনি। কলকাতা মোহামেডানের অবশিষ্ট দুই ম্যাচের জন্য শুভ কামনা থাকল।’
কলকাতা মোহামেডানে জার্সিতে শেষ ম্যাচ খেলে সরাসরি নেপালে যাওয়ার সুযোগ ছিল জামালের। তবে, বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতীয় দলের অধিনায়ক।
রাজধানীতে পা রেখেই ছুটে যাবেন নিজের পৈত্রিক নিবাস ময়মনসিংহে। গত জানুয়ারিতে না মৃত্যুবরণ করা দাদীর কবর জিয়ারত করবেন সেখানে। এরপরে ২২ মার্চ কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। ত্রিদেশীয় সিরিজ শেষে সাইফের হয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলবে জামাল।