স্প্যানিশ লা লিগায় এটা এখন স্বাভাবিক ঘটনা। তিনি মাঠে নামবেন ও প্রতি ম্যাচে জন্ম দেবেন কোনো নতুন রেকর্ডের। উয়েস্কার বিপক্ষেও এর ব্যতিক্রম ছিল না। লিওনেল মেসির জোড়া গোলে ৪-১ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। আর এই ম্যাচেও মেসি গড়েন দুটি অনন্য রেকর্ড।উয়েস্কার বিপক্ষে মেসির দুটি গোল আসে লং রেঞ্জ থেকে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে উয়েস্কা গোলকিপার আলভারো ফার্নানদেসকে বোকা বানান ১৩ ও ৯০ মিনিটে।এর মাঝে আঁতোয়া গ্রিজমান ও অস্কার মিনগেসার আরও দুই গোলে মোট চারবার লক্ষ্যভেদ করে বার্সেলোনা। উয়েস্কার হয়ে পেনাল্টি থেকে রাফা মির এক গোল শোধ করলেও বার্সেলোনার জয়ে সেটি কোনো প্রভাব ফেলেনি।জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। এই ম্যাচে মাঠে নেমে বার্সেলোনার জার্সি গায়ে ছুঁয়ে ফেলেন চাভি এর্নানদেসের ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ড। সামনের রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামলেও রেকর্ডটি নিজের করে নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর এখনও মৌসুমে লিগ ও কাপ শিরোপা ‘ডাবল’ এর সম্ভাবনা আছে বার্সেলোনার সামনে। উয়েস্কার বিপক্ষে জয় তাদের তুলে এনেছে পয়েন্ট টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে তারা। ২৭ ম্যাচে বার্সার ঝুলিতে ৫৯ পয়েন্ট। আগামী ১৭ এপ্রিল আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলবে রোনাল্ড কুমানের দল।আর এই দুই শিরোপা জিততে বরাবরের মতো মেসির দিকেই তাকিয়ে বার্সা। নতুন বছরে লিগে এখনও হারেনি কাতালানরা। যার মূল কারণ মেসির ফর্ম।
উয়েস্কার বিপক্ষে জোড়া গোল করে লিগে নিজের গোলসংখ্যা ২১-এ নিয়ে গেছেন তিনি। এখানেও নতুন এক রেকর্ডের জন্ম দেন এই সুপারস্টার। এই নিয়ে লা লিগায় টানা ১৩ মৌসুম ২০ বা তার বেশি গোল করা একমাত্র খেলোয়াড় তিনি।বার্সেলোনার জার্সি গায়ে তার গোল এখন ৬৬১টি। আর্জেন্টিনার হয়ে ৭১ গোল এসেছে ছয়বারের বিশ্ব সেরা ফুটবলারের পা থেকে। ক্যারিয়ারে আনুষ্ঠানিক ৭৩২ গোলের মালিক এখন মেসি।এমন পারফরম্যান্সের পর বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান স্প্যানিশ দৈনিক মার্কাকে জানান মেসিকে নিয়ে তার আর কিছু বলার নেই। তিনিই সবার সেরা।‘মেসি দেখিয়েছে যে সে-ই সবার সেরা। প্রথম গোলটা অসাধারণ ছিল। এতগুলো বছর ও এতগুলো ম্যাচে সে এই মান ধরে রেখেছে। মেসি ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা ভাগ্যবান যে সে এখনও আমাদের সঙ্গে আছে।’বার্সেলোনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচে মেসির অভিষেক হয় ২০০৪ সালে ১৬ অক্টোবর, এসপানিওলের বিপক্ষে। তারপর থেকে বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৪টি ট্রফি। যার মধ্যে রয়েছে ১০টি লিগ শিরোপা ও চারটি চ্যাম্পিয়নস লিগ।