বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বীরের বেশে আই লিগকে বিদায় অধিনায়ক জামালের

  •    
  • ১৫ মার্চ, ২০২১ ২২:২৪

সাদা-কালো জার্সিতে শেষ ম্যাচে অধিনায়কত্বের স্বাদ। আই লিগের টপার চার্চিল ব্রাদার্সের মাটিতে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ার সুখস্মৃতি। সঙ্গে পয়েন্ট টেবিলে ব্ল্যাক প্যান্থারদের শীর্ষ চারে তোলার দারুণ অনুভূতি নিয়েই শেষ করলেন জামাল ভূঁইয়া।

আর কী চাইতে পারতেন জামাল ভূঁইয়া? শেষ ম্যাচে বাহুতে অধিনায়কত্বের আর্মব্যান্ড। আই লিগ সেরাদের মাটিয়ে নামিয়ে দুর্দান্ত জয়।মুখে চওড়া হাসি আর শেষ ম্যাচে দুরন্ত জয়ের স্মৃতি নিয়েই ভারতের আই লিগে এবারের যাত্রার ইতি টানলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

জাতীয় দলের হয়ে খেলতে আসার আগে কলকাতা মোহামেডানের জার্সিতে স্মরণীয় শেষ ম্যাচটি খেলে ফেললেন নাম্বার সিক্স।

স্মরণীয় বলব বেশ কয়েকটি কারণে। সাদা-কালো জার্সিতে শেষ ম্যাচে অধিনায়কত্বের স্বাদ। তৃতীয় বাংলাদেশি হিসেবে ভারতের মাটিতে ভারতের কোনো দলের অধিনায়ক হওয়ার সুযোগ হলো জামালের।

সঙ্গে আই লিগের টপার চার্চিল ব্রাদার্সের মাটিতে ৪-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ার সুখস্মৃতি। সঙ্গে পয়েন্ট টেবিলে ব্ল্যাক প্যান্থারদের শীর্ষ চারে তোলার দারুণ অনুভূতি নিয়েই শেষ করলেন জামাল ভূঁইয়া।

এটাই কি হওয়ার কথা ছিল? যেখানে টেবিলের পাঁচে থাকা মোহামেডান লড়তে গিয়েছিল লিগের শীর্ষে থাকা চার্চিল ব্রাদার্সের সঙ্গে। যাদের ডাক নাম রেড মেশিন। মেশিনকে যেন অকেজো করেই ছাড়ল জামালরা। ম্যাচ জয়ের উল্লাস নিয়েই জামাল ১৮ মার্চ কলকাতা থেকে ঢাকা আসবেন। ঢাকায় এসে তিনি ধরবেন কাঠমান্ডুর ফ্লাইট।

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে আসার পর জামাল যোগ দেবেন প্রিমিয়ার লিগে তার পুরনো দল সাইফ স্পোর্টিং ক্লাবে।

এ বিভাগের আরো খবর