নেপালে ত্রিদেশীয় সিরিজের জন্য সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নেপালে যাবে বাংলাদেশ। জামাল ভারতে থাকায় ৩০ ফুটবল সদস্য নিয়ে অনুশীলন শুরু করেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
দেড় ঘণ্টা অনুশীলন শেষে দলের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানান জেমি।
‘এই দলে অনেক তরুণ আছে। সবাই লিগে ব্যস্ত ছিল। টেকনিক্যালি আজ সবাই ভালো করেছে। আশা করছি মোটামুটি এক সপ্তাহের মতো সময় পাব প্রস্তুতির। সবাই মুখিয়ে আছে ভালো খেলার জন্য।’
নেপাল টুর্নামেন্টকে জুনে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন এই ইংলিশ ট্যাকটিশিয়ান।
‘যদি এই টুর্নামেন্টে খেলোয়াড়রা ভালো খেলে তাহলে জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল গোছাতে সুবিধা হবে। খারাপ খেললেও সমস্যা নাই। দল গোছাতে ভাল সময় পাব আমরা। কোচ হিসেবে সব ম্যাচই জিততে চাইব। কিন্তু এ নিয়ে চিন্তিত নই। ভালো খেলাটা আমার কাছে প্রাধান্য পাবে। দেখার চেষ্টা করব তারা জাতীয় দলে কেমন খেলছে।’
মাঝে ইনজুরির কারণে ছিটকে ১৯ মাস পর জাতীয় দলে ফিরেছেন মাসুক মিয়া জনি। এর আগে গত নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে থাকলেও বসুন্ধরা কিংস ছাড়পত্র না দেয়ায় খেলা হয়নি এই মিডফিল্ডারের।
দীর্ঘ বিরতির পর জাতীয় দলের অনুশীলনে ফিরে উচ্ছ্বসিত জনি মুখিয়ে আছেন ম্যাচ খেলতে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামার আশ্বাস দিলেন তিনি।‘নেপাল টুর্নামেন্ট প্রস্তুতি হিসেবে নিলেও আমরা চ্যাম্পিয়ন হতে চাই। প্রতি ম্যাচেই ভাল পারফর্ম করতে চাই আমরা।’
জাতীয় দলকে নির্দেশনা দিচ্ছেন প্রধান কোচ জেমি ডে। ছবি: বাফুফে
এবার দলে এক ঝাঁক নতুন খেলোয়াড় ডাক পেয়েছেন। নবাগতদের সঙ্গে দলের সমন্বয়ে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে জনি বলেন, ‘নতুন যারা ডাক পেয়েছে ওরা লিগে ভাল খেলেছে। ওদের সঙ্গেই তো লিগে খেলেছি। এখন ন্যাশনাল টিমে এক সঙ্গে হয়েছি। যেহেতু এক সাথে ট্রেনিং করছি সেহেতু সবার সঙ্গেই বোঝাপড়া ঠিক হয়ে যাবে।’
ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ১৮ মার্চ নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে বাংলাদেশের তিনটি ম্যাচ ২৩, ২৫ ও ২৯ মার্চ। বাংলাদেশ ও নেপালের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দল।