খেলার স্রোতের বিপরীতে ৬০ মিনিটে দানি কালভোর গোল। তাতে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে শুধু পিছিয়েই পড়ল না, এই মৌসুমে লা লিগা জেতার স্বপ্নও প্রায় বলি দিতে হচ্ছিল তাদের।
সেটি অবশ্য হলো না শেষ পর্যন্ত। জিনেদিন জিদানের দলের জন্য ত্রাতা হয়ে এলেন কারিম বেনজেমা। তার জোড়া গোলে এলচেকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগ জেতার দৌড়ে রিয়ালকে টিকিয়ে রাখলেন এই ফরাসি তারকা।
অধিনায়ক সার্হিও রামোসের চোট থেকে ফেরার ম্যাচে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করছিল রিয়াল। কিন্তু প্রথমার্ধে সেটির ফল পায়নি তারা।
উল্টো ৬০ মিনিটের মাথায় হোসে মোরেন্তের কর্নার থেকে গোল করে এলচেকে এগিয়ে নেন ক্যালভো। সঙ্গে সঙ্গেই রামোস, ইস্কো ও ফেদে ভালভার্দেকে তুলে নিয়ে রদ্রিগো, লুকা মডরিচ ও টনি ক্রুসকে মাঠে নামান জিদান।
ফল মেলে ১৩ মিনিটের মাথায়। মডরিচের ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান বেনজেমা।
ম্যাচ শেষের যোগ করা সময়ে আবারও রিয়ালের ত্রাতা হয়ে আসেন বেনজেমা। রদ্রিগোর সাথে দারুণ ওয়ান-টু খেলার পর দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়িয়ে নিশ্চিত করেন, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছেন তারা।
এই জয়ে ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল, যদিও বার্সেলোনা ম্যাচ খেলেছে একটি কম। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের থেকে রিয়াল পিছিয়ে আছে পাঁচ পয়েন্ট।