এ বছরের জুনে বার্সেলোনার জার্সিতে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। তারপরেই ট্রান্সফার মার্কেটে মুক্ত আর্জেন্টাইন সুপারস্টার। এই কথাগুলো ফুটবলের খবর রাখেন এমন সবাই জানেন। ম্যানচেস্টার সিটি-প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ঈগলের চোখ করে রেখেছে মেসিকে দলে নিতে।
মেসিকে নিয়ে ইউরোপের বড় দলগুলোর টানাটানিতে দম আটকানো অবস্থা বার্সেলোনার। ঘরের ছেলেকে যেন ঘরে আটকে রাখা কঠিন!
তা হবেও না কেন? গত পাঁচ বছর থেকে একের পর এক ভরাডুবি হয়েছে বার্সার।
বায়ার্ন মিউনিখের সঙ্গে গত ইউয়েফা আসরে ৮-২ ব্যবধানের লজ্জা, লিভারপুলের বিপক্ষে ২০১৯ সালে ৪-০ গোলে হার, রোমার বিপক্ষে ২০১৮ সালে ৩-০ ব্যবধানে হেরে বিদায়, আর এবার সবচেয়ে ব্যয়বহুল স্কোয়াড নিয়েও পিএসজির কাছে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হার মেসিকে তেতিয়ে দেয়ার জন্য যথেষ্ট।
তাকে ধরে রাখতে তাই দুটো প্রস্তাব নিয়ে হাজির হতে হবে বার্সার ক্লাব ম্যানেজমেন্টকে।
প্রথমটি হলো- মেসিকে কনভিন্স করানো। রোনাল্ড কোমানের অধীনে ধীরে ধীরে লিগে ছায়া থেকে বের হয়ে এসে সুন্দর ফুটবল নৈপুণ্য দেখাচ্ছে বার্সা। পিএসজির সঙ্গে অ্যাওয়ে ম্যাচেও দারুণ ফুটবল ভরসা দিতে পারে ক্লাব ম্যানেজমেন্টকে। মেসিকে সামনের দলবদলে কিছু চমক দিয়ে দলের শক্তি বাড়াতে হবে নব্য সভাপতি হওয়া হুয়ান লাপোর্তাকে।
এর পাশাপাশি আরেকটি প্রস্তাব দিতে হবে মেসিকে। সেটি মোটা অংকের বেতন।
স্প্যানিশ এক গণমাধ্যমের খবর, এরই মধ্যে মেসিকে চুক্তি নবায়নের জন্য ভালো বেতনের প্রস্তাব দেয়ার প্রস্তুতি শুরু করেছে। একই সঙ্গে সভাপতি হয়ে লাপোর্তার প্রাধান্য রয়েছে মেসিরে ধরে রাখতে সম্ভাব্য সব কিছু করার।