বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কেইন সবই করে’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ মার্চ, ২০২১ ১১:৩৪

টুর্নামেন্টের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম হটস্পার। বৃহস্পতিবার রাতের ম্যাচে দুটি গোলই এসেছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের পা থেকে।

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দিকে একধাপ এগিয়ে গেছে টটেনহ্যাম হটস্পার। টুর্নামেন্টের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার ডিনামো জাগরেবকে ২-০ গোলে হারায় লন্ডনের ক্লাবটি। বৃহস্পতিবার রাতের ম্যাচে দুটি গোলই এসেছে দলের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনের পা থেকে।ম্যাচের ২৫ ও ৭০ মিনিটে গোলটি করেন কেইন। এতে করে ইউরোপা লিগের স্বপ্ন জিইয়ে রাখল জোসে মরিনিয়োর দল। ইউরো লিগ জিতে সামনের মৌসুমের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে চায় স্পার্স।ইংলিশ প্রিমিয়ার লিগে সাত নম্বরে থাকা দলটির জন্য শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করা বেশি কঠিন এই মৌসুমে। এ কারণে ইউরোপা লিগ জিতেই তারা ইউরোপ সেরা টুর্নামেন্টে খেলতে চাইছে।সে কারণে নক আউটে কোনো ম্যাচকেই হালকাভাবে নিতে চান না মরিনিয়ো। নিজ মাঠে সহজ জয়ে তাই তারকা স্ট্রাইকারকে নিয়ে প্রশংসা টটেনহ্যাম ম্যানেজারের কণ্ঠে।‘কেইন সবই করে। সে স্ট্রাইকারের গোল করার দায়িত্বও পালন করে। দলের সঙ্গে কাজ করে মাঝমাঠে জায়গা তৈরি করে। অধিকাংশ স্ট্রাইকাররা যে কাজটা করে না ডিফেন্সে সেই বাড়তি পরিশ্রমটুকুও সে করে।’নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে সাতজন খেলোয়াড়কে বদলেছেন মরিনিয়ো। তারপরও তার মতে কেইনের কারণেই ফলে পরিবর্তন আসেনি।‘সে আমাদের অনেক সাহায্য করে। আমরা অত্যন্ত আনন্দিত। আমি অনেককেই আজ বিশ্রাম দিয়েছি। কিন্তু হ্যারি মাঠে থাকলে সবকিছু পালটে যায়।’২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের দ্বিতীয় লেগে ১৮ মার্চ জাগরেবের মাঠে নামবে টটেনহ্যাম।ইউরোপা লিগে রাতের বড় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলান। জয় পেয়েছে আর্সেনাল ও রোমা। অলিম্পিয়াকোসকে ৩-১ গোলে হারায় আর্সেনাল। আর শাখতার দোনেৎসকে ৩-০ গোলে হারায় রোমা।

এ বিভাগের আরো খবর