বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেলের নামে হচ্ছে মারাকানা স্টেডিয়াম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ মার্চ, ২০২১ ১৭:১৯

সিদ্ধান্তটি আসে রিও ডি জেনিরোর প্রাদেশিক সরকারের আয়োজিত এক ভোটের পর, যেখানে জানতে চাওয়া হয়েছিল যে মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘এডসন আরান্তেস দো নাসিমেন্তো - রেই পেলে’ রাখা হবে কিনা।

ব্রাজিল কিংবদন্তি পেলেকে সম্মান জানাতে তার নামে নামকরণ করা হবে রিও দি জেনেইরোতে অবস্থিত ব্রাজিলের আইকনিক মারাকানা স্টেডিয়াম।

এই সিদ্ধান্তটি আসে রিও দি জেনেইরোর প্রাদেশিক সরকারের আয়োজিত এক ভোটের পর, যেখানে জানতে চাওয়া হয় যে মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘এদসন আরান্তেস দো নাসিমেন্তো - রেই পেলে’ রাখা হবে কিনা।

পেলের পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো। আর পর্তুগিজ শব্দ রেইয়ের অর্থ রাজা।

নাম পরিবর্তন করার আগে সেটি রিও দি জেনিরোর গভর্নরের সেটি অনুমোদন করতে হবে।

পেলে তার ক্যারিয়ারের সহস্রতম গোল করেছিলেন এই মারাকানা স্টেডিয়ামে, ১৯৬৯ সালে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ - ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ জেতেন তিনি।

মারাকানা এখন পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত দুটি বিশ্বকাপ- ১৯৫০ ও ২০১৪ এর ফাইনাল আয়োজন করেছে। প্রথমটিতে উরুগুয়ের কাছে পরাজিত হয় ব্রাজিল, পরেরটিতে ফাইনালেই উঠতে পারেনি তারা।

মারাকানা বর্তমানে বিশ্বের অন্যতম বড় স্টেডিয়াম। এই মাঠের দর্শক ধারণক্ষমতা প্রায় ৮০ হাজার।

মারাকানা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪০-এর দশকে এবং প্রাথমিকভাবে এর নাম হওয়ার কথা ছিল সাংবাদিক মারিও ফিলিয়োরর নামে। পরবর্তী সময়ে স্টেডিয়ামটি যে এলাকায় অবস্থিত সেটির জন্য এর নাম রাখা হয় মারাকানা।

এ বিভাগের আরো খবর