বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামালের বিকল্পও ভেবে রেখেছেন জেমি

  •    
  • ৯ মার্চ, ২০২১ ২১:২১

ইংলিশ টেকটিশিয়ান বলেন, ‘আমি জানি না সে কবে আসতে পারবে। কারণ, তার আই লিগের ম্যাচ আছে। আমাদের বিকল্প ফুটবলার আছে তার জায়গায় খেলানোর মতো।’

কলকাতা মোহামেডানের জার্সিতে ভারতের আই লিগ খেলছেন জামাল ভূঁইয়া। জাতীয় দলের এই অধিনায়ককে দলে রেখে নেপালের আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড দেয়া হয়েছে। আই লিগ ছেড়ে জামাল জাতীয় দলের বহরে কবে যোগ দেবেন তা জানা নেই প্রধান কোচ জেমি ডের।

তবে, জাতীয় দলের সঙ্গে যোগ দিতে না পারলেও তার বিকল্প ভেবে রেখেছেন বলে জানান জেমি।

এই ইংলিশ টেকটিশিয়ান বলেন, ‘আমি জানি না সে কবে আসতে পারবে। কারণ তার আই লিগের ম্যাচ আছে। তবে আমাদের বিকল্প ফুটবলার আছে তার জায়গায় খেলানোর মতো।’

২২-৩০ মার্চ নেপালের দশরথে চলবে এই ত্রিদেশীয় সিরিজ। এদিকে ২১ ও ২৭ মার্চ দুটি ম্যাচ আছে কলকাতা মোহামেডানের। অন্তত বাংলাদেশের প্রথম ম্যাচে যে জামালকে পাওয়া যাচ্ছে না তা জানেন জেমি।

সংবাদ সম্মেলনে জেমি বলেন, ‘এটা ঠিক যে ২৩ মার্চ আমাদের প্রথম ম্যাচ হলে আমরা জামালকে পাব না। এমনকি ২৫ মার্চও যদি প্রথম ম্যাচ হয় সেক্ষেত্রেও তার খেলাটা কঠিন হতে পারে। কারণ, ২১ মার্চ ভারতে খেলে, ফ্লাইট পাওয়া এবং কোয়ারেন্টিন ফ্যাক্ট আছে।’

মার্চের ২৩, ২৫ ও ২৭ এই তিনদিন ত্রিদেশীয় সিরিজের ম্যাচ ডে। বাংলাদেশ-নেপাল ছাড়া অংশ নিচ্ছে কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দল। প্রতি দল একে অপরের সঙ্গে খেলে দুই দলের ফাইনাল হবে ৩০ মার্চ। প্রথম দুই ম্যাচে জামাল মিস করতে পারেন ম্যাচ।

ফাইনালে উঠলে শেষ ম্যাচে হয়তো পাওয়া যেতে পারে। আর তা হবে দলের জন্য গুরুত্বপূর্ণ। জেমি বলেন, ‘সে আসতে পারলে অবশ্যই দারুণ হবে দলের জন্য। কোনো কারণে বা পরিস্থিতির জন্য যোগ দিতে না পারলে সেই জায়গায় নতুন একজনকে সুযোগ দেয়া যাবে।’

ফিফা উইন্ডোতে যে কোনো ক্লাব ৭৩ ঘণ্টা আগে খেলোয়াড়কে ছাড়তে বাধ্য। এই নিয়ম কার্যকর হলে সেক্ষেত্রে ২১ মার্চের আগেই জামালকে ছাড়তে হবে কলকাতা মোহামেডানকে। এ নিয়ে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারপরেই জামালের থাকা না থাকা নিশ্চিত হবে।

এ বিভাগের আরো খবর