ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই ফিরতি লেগেও বার্সার বিপক্ষে নামতে পারছেন না প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সুপারস্টার নেইমার।
লিগ ওয়ানের জায়ান্টরা নিশ্চিত করেছে, বুধবার ঘরের মাঠে নেইমারকে ছাড়াই খেলবে মওরিসিও পচেত্তিনোর দল। ব্রাজিলিয়ানের ফিটনেস নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না পিএসজি।
গত ১০ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপে ইনজুরির পর থেকে মাঠের বাইরে নেইমার। পুনর্বাসনের মধ্য দিয়ে এরইমধ্যে অনুশীলনে ফিরলেও এই ম্যাচে ব্রাজিলিয়ানকে নিয়ে কোনো পরিকল্পনা রাখেনি ক্লাব কর্তৃপক্ষ।
এর আগে নেইমারকে ছাড়াই ন্যু ক্যাম্পে অ্যাওয়ে ম্যাচে বার্সাকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। তাই ঘরের মাঠে একটু ফ্রন্টফুটেই থাকবে তারা।
এ দিকে ফ্রেঞ্চ লিগের জায়ান্টদের মাটিতে কামব্যাক করে জেতাটা ‘প্রায় অসম্ভব’ বার্সার। সবকিছু মিলিয়ে নেইমারকে রেস্ট দেয়ার মতো সাহস করতেই পারে কোচ পচেত্তিনো।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অবশ্য নেইমারের স্বাস্থ্যঝুঁকিকেই প্রাধান্য দেয়ার কথা বলেছেন পচেত্তিনো। বলেন, ‘এটা সিদ্ধান্ত নয়, বাস্তবতা। নেইমারের যে ফিটনেস তাতে খেলার মতো অবস্থায় নাই সে। তার জন্য বিশেষ মুহূর্ত ছিল ম্যাচটি।’
বার্সা ছাড়ার পর সাবেক সতীর্থদের সঙ্গে সাক্ষাত ও খেলার সুযোগ হয়েছিল নেইমারের। মাঠে ফেরাই তো হয়ে উঠছে না তার। পচেত্তিনো বলেন, ‘সে আশাও করেছিল এর মধ্যে রিকভার করে ফেলবে। কিন্তু বাস্তবতা হলো, সে আরও কিছু ম্যাচ মিস করবে।’