বিশ্বকাপ বাছাইয়ের আফগানিস্তান না আসার সিদ্ধান্ত নেয়ায় নেপালের আমন্ত্রণে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিষয়টি সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জাতীয় দলের প্রস্তুতি, কোভিড প্রটোকল ও নেপাল ভ্রমণের সময়সূচি নিয়ে সোমবার বৈঠক করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১৪ মার্চ। আগের দিন কোভিড টেস্ট করা হবে খেলোয়াড়দের। ১৮ বা ১৯ মার্চ নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সাদ-সুফিলরা।
বৈঠক শেষে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ গণমাধ্যমকে বলেন, “আমরা প্লান ‘এ’ ও প্লান ‘বি’ ঠিক করেছি। যদি প্লান ‘এ’ কাজ না করে তবে প্লান ‘বি’ হিসেবেই আমরা নেপালে যাচ্ছি। তাই নেপালের এই টুর্নামেন্টের জন্য আগামীকাল (মঙ্গলবার) জাতীয় দল ঘোষণা করা হবে।”
অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বাতিল হওয়ার পর নেপালও চাচ্ছিল জাতীয় দলের খেলা অব্যাহত রাখতে। তাই ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা থেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল।
বলে-ব্যাটে মিলে যাওয়ায় ২২-৩০ মার্চ তিন দেশের নয়দিনের টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাফুফে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ফিফা র্যাঙ্কিংয়ের ৯৬তম দেশ কিরগিজস্তানও অংশ নিচ্ছে এই সিরিজে।