বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১১ বছর পর বার্সেলোনার সভাপতি লাপোর্তা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ মার্চ, ২০২১ ১১:৫৪

নতুন দায়িত্ব নিয়ে মেসিকে ক্লাবে রাখাই হবে লাপোর্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মৌসুম শেষে সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার। এরই মধ্যে তাকে সই করানোর আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। তাদের হাত থেকে ক্লাবের আইকন খেলোয়াড়কে রক্ষা করবেন এমনটাই বিশ্বাস লাপোর্তার।

বার্সেলোনায় দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছে হোয়ান লাপোর্তা। মোট ভোটের ৫৪ শতাংশ পেয়ে বাকি দুই প্রতিদ্বন্দ্বী ভিক্তর ফন্ত ও টনি ফ্রেইশাকে পেছনে ফেলেন পেশায় আইনজীবী এই সংগঠক।বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে জানানো হয় ১০৯,৫৩১ জন সদস্যের মধ্যে ভোট দেন ৫৫,৬১১ জন। জানুয়ারিতে ক্লাবের নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপে দুই মাস পেছানো হয়।৫৮ বছর বয়সী লাপোর্তা এর আগে ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ক্লাবের দায়িত্বে ছিলেন। তার আমলেই পেপ গার্দিওলা অধীনে ইতিহাসে সেরা সাফল্য পায় বার্সেলোনা। গার্দিওলাকে ক্লাবের দায়িত্ব দেয়া ছাড়াও তৎকালীণ সুপারস্টার রোনালদিনিয়োকে পিএসজি থেকে কাম্প ন্যুয়ে এনেছিলেন লাপোর্তা। লা মাসিয়া থেকে মূল একাদশে লিওনেল মেসি নিয়মিত হয়ে ওঠেন তার সময়েই।নতুন দায়িত্ব নিয়ে মেসিকে ক্লাবে রাখাই হবে লাপোর্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মৌসুম শেষে সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সেলোনার। এরই মধ্যে তাকে সই করানোর আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। তাদের হাত থেকে ক্লাবের আইকন খেলোয়াড়কে রক্ষা করবেন এমনটাই বিশ্বাস লাপোর্তার।জেতার পরপরই নিজের লক্ষ্য পরিস্কার করেছেন লাপোর্তা।‘বিশ্বের সেরা খেলোয়াড় লিও তার ছেলেকে নিয়ে আমাকে ভোট দিতে এসেছে। এ থেকে এটাই প্রমাণ করে যে লিও বার্সাকে ভালোবাসে। সবসময়ই বলে এসেছি আমরা একটা পরিবারের মতো। আশা করি এ কারণেই সে থেকে যাবে। আমরা সবাই সেটা চাই।’

লাপোর্তার সামনে মেসিকে রাখার চেয়েও বড় চ্যালেঞ্জ ক্লাবের ভঙ্গুর আর্থিক অবস্থাকে শক্তিশালী করা। জানুয়ারিতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এল মুনদো দেপোর্তিভোর এক প্রতিবেদনে প্রকাশিত হয় যে বার্সেলোনা প্রায় ১০০ কোটি ইউরো দেনায় আছে।যার কারণে মেসির পাশাপাশি আঁতোয়া গ্রিজমান, ফিলিপে কোতিনিয়ো, উসমান ডেম্বেলে ও আনসু ফাতির মতো তারকাদের ছেড়ে দিতে হতে পারে ক্লাবটির।

এ বিভাগের আরো খবর