বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাদ্রিদ ডার্বি ড্রয়ে জমে উঠল লা লিগা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ মার্চ, ২০২১ ০০:০২

১৫ মিনিটে লুইস সুয়ারেস আতলেতিকোকে এগিয়ে নেওয়ার পর কারিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদ ডার্বি শুরুর আগে দুই দলের লক্ষ্য ছিল দুই রকম। আতলেতিকো মাদ্রিদের লক্ষ্য ছিল জয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যাওয়া। রিয়াল মাদ্রিদের লক্ষ্য ছিল জয় নিয়ে আতলেতিকোর সাথে ব্যবধান কমানো।

শেষ পর্যন্ত কোনোটিই হয়নি। ১৫ মিনিটে লুইস সুয়ারেস আতলেতিকোকে এগিয়ে নেওয়ার পর কারিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ সাজাতে থাকে লা লিগার শীর্ষে থাকা আতলেতিকো। ফলও পায় তারা। তবে সেটি কাউন্টার অ্যাটাকে। রিয়াল ডিফেন্ডার নাচো ফার্নান্দেসের ভুলে ফাঁকা জায়গায় বল পেয়ে যান মার্কোস ইয়োরেন্তে। সুয়ারেসকে পাস বাড়াতে ভুল করেননি তিনি।

সেই পাস থেকে নিখুঁত এক ফিনিশে থিবো কোঁতোয়াকে পরাস্ত করেন সাবেক বার্সা স্ট্রাইকার। আতলেতিকোকে এগিয়ে নেন।

প্রথমার্ধের শেষদিকে সমতায় ফিরতে পারত রিয়াল। টনি ক্রুসের কর্নার ক্লিয়ার করতে গেলে হাতে লাগে আতলেতিকো ডিফেন্ডার ফেলিপের। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে আলোচনার পর পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি।

দ্বিতীয়ার্ধে আতলেতিকো বেশ কিছু সুযোগ পায় ব্যবধান বাড়ানোর। কঁতোয়ার দৃঢ়তায় সেটি পারেনি তারা। বরং দ্বিতীয়ার্ধে ফেদেরিকো ভালভার্দে ও ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামার পর খেলার গতি বাড়ে রিয়ালের।

তারই ফলস্বরূপ ৮৮ মিনিটে গোলের দেখা পায় তারা। আতলেতিকো বক্সের মধ্যে দারুণ এক পাস দিয়ে বেনজেমাকে খুঁজে নেন কাসেমিরো। সেই পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি এই ম্যাচেই চোট থেকে ফেরা ফরাসি স্ট্রাইকার।

এই ড্রয়ে ২৫ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আতলেতিকো। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

এ বিভাগের আরো খবর