বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যে গোল সারা জীবন মনে রাখবেন মোরিবা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ মার্চ, ২০২১ ১১:৪৮

ওসাসুনার বিপক্ষে লা লিগায় বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি ছিল তার। ৩০ মিনিটে জোর্দি আলবার গোলে লিড নেয় বার্সেলোনা। মোরিবার কাঙ্ক্ষিত মুহূর্ত আসে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে। ৮৩ মিনিটে বক্সের কিনারায় মেসি বল ছাড়েন তার জন্য। বাঁ-পায়ে বল কাট করে জোরালো শটে বক্সের বাইরে থেকেই ওসাসুনা গোলকিপারকে পরাস্ত করেন মোরিবা।

যেকোনো ফুটবলারের জন্যই প্রথম পেশাদার গোল স্মরণীয়। আর সেটা যদি হয় বার্সেলোনার মতো ক্লাবের হয়ে আর সর্বকালের সেরা লিওনেল মেসির পাস থেকে তাহলে তো কথাই নেই।ঠিক এমনটাই হয়েছে স্প্যানিশ মিডফিল্ডার ইলাইশ মোরিবার সঙ্গে। বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমির এই ক্যাডেট এই বছরই সুযোগ পান সিনিয়র দলে। অভিষেক হয় গ্রানাদার বিপক্ষে জানুয়ারিতে। শুরুর একাদশে সুযোগ পান করনেয়ার বিপক্ষে।আর শনিবার রাতে দলের হয়ে করেছেন গোল। ওসাসুনার বিপক্ষে লা লিগায় বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি ছিল তার।৩০ মিনিটে জোর্দি আলবার গোলে লিড নেয় বার্সেলোনা। মোরিবার কাঙ্ক্ষিত মুহূর্ত আসে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে। ৮৩ মিনিটে বক্সের কিনারায় মেসি বল ছাড়েন তার জন্য। বাঁ-পায়ে বল কাট করে জোরালো শটে বক্সের বাইরে থেকেই ওসাসুনা গোলকিপারকে পরাস্ত করেন মোরিবা।দর্শণীয় এই গোলের পর তাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন মেসি স্বয়ং! একে একে পুরো বার্সা স্কোয়াড অভিনন্দন জানায় তাকে।উচ্ছ্বসিত মরিবা প্রথম গোল বাবা ও লা মাসিয়াকে উৎসর্গ করেন। বার্সা টিভিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ১৮ বছরের নতুন তারকা জানান গোলটি তার জন্য বিশেষ কিছু।‘লিও আমাদের দারুণ একটা পাস দেয়। আমি জানিনা কিভাবে আমি কাট করে বাঁ-পায়ে শট নিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ যে গোল হয়েছে। আমি জীবনের শেষ দিন পর্যন্ত এটার কথা ভুলব না। জায়গায় জন্য দলে প্রতিযোগিতা রয়েছে। কম বয়স সমস্যা নয়। ভালো খেললে দলে জায়গা পাওয়া যাবে।’ক্যারিয়ার শুরু করেছেন জীবন্ত কিংবদন্তির পাশে। পুরো খেলা জুড়েই মেসি তাকে বলেছেন কোন পজিশনে থাকলে সুবিধা হবে, জানালেন মোরিবা।‘বড়রা আমাদের সাহায্য করেছেন। লিও আমাকে বলেছেন বক্সের আশেপাশে থাকতে ও পজিশন পেলে শুট করতে।’২-০ গোলের জয়ে শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের ওপর চাপ বজায় রাখল বার্সেলোনা। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে কাতালান জায়ান্টরা। দুই ম্যাচ কম খেলা আতলেতি শীর্ষে আছে ৫৮ পয়েন্ট নিয়ে।রোববার রাতে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ।

এ বিভাগের আরো খবর