বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহামেডানের ঐতিহ্য ফেরানোর প্রতিশ্রুতি সভাপতির

  •    
  • ৭ মার্চ, ২০২১ ০০:১২

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনে শনিবার নেতৃত্বের নতুন পালাবদল আশার আলো দেখাবে মোহামেডানকে এমনটাই প্রত্যাশা নির্বাচিতদের। নতুন কমিটি সাংগঠনিকভাবে চাঙা হয়ে ক্লাবের সেই পুরনো ঐতিহ্যকে ফেরাতে উদ্যোগী হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

২০১১ সালের পর এই নির্বাচন হতে সময় লেগেছে প্রায় ১০ বছর। দেশের ক্রীড়াঙ্গনে উজ্জ্বলতম এই ক্লাব সংকটে রয়েছে অনেক বছর আগে থেকেই। মতিঝিল পাড়ার এই ঐতিহ্যবাহী ক্লাবটির ভঙ্গুর অবস্থা আরো প্রতিয়মান হয়েছে ক্যাসিনো ঝড়ের পর।

ফুটবল থেকে শুরু করে সব ধরনের খেলাধুলায় সেই ঐতিহ্য ধরে রাখতে পারেনি মোহামেডান। সংশ্লিষ্টদের মতে, সাংগঠনিক দুর্বলতা ও সঠিক নেতৃত্বের অভাবে এমন দুরাবস্থা ক্লাবের।

বহুল কাঙ্ক্ষিত নির্বাচনে শনিবার নেতৃত্বের নতুন পালাবদল আশার আলো দেখাবে মোহামেডানকে এমনটাই প্রত্যাশা নির্বাচিতদের। নতুন কমিটি সাংগঠনিকভাবে চাঙা হয়ে ক্লাবের সেই পুরনো ঐতিহ্যকে ফেরাতে উদ্যোগী হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়া জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন তেমনটাই প্রতিশ্রুতি দিলেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘নতুন কমিটি মানেই নতুন পালাবদল। নতুন দায়িত্ব। যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করব। সবাই মিলে মোহামেডান ক্লাবকে আগের জায়গায় নেয়ার চেষ্টা করব। ঐতিহ্য ফেরাতে চেষ্টা করব। আশা করি সেটা সম্ভব হবে এই কমিটির মাধ্যমে।’

কমিটিতে একমাত্র নারী পরিচালক নির্বাচিত হয়েছেন খুজিস্তা নূর-ই-নাহরীন। তিনিও আশাবাদী ও উচ্ছ্বসিত নতুন দায়িত্ব নিয়ে। বলেন, ‘কমিটিতে যারা আছেন সবাই একটি পরিবারের মতো। সবাই নিজেদের সেরাটা দিয়ে দায়িত্ব পালন করলে আশা করি আবারও আগের জায়গায় দাঁড়াবে মোহামেডান। শুধু এই কমিটিই নয়, যারা আজকে বাদ পড়েছেন ও সংশ্লিষ্ট আছেন সবাইকে নিয়ে একসঙ্গে ক্লাবের উন্নয়নে নিবেদিত হলে মোহামেডান ঘুরে দাঁড়াবেই।’

সদ্য কমিটির মেয়াদ দুই বছর। ঐতিহ্য ফেরাতে এই সময়ে কী কী পরিকল্পনা হাতে নিবেন প্রশ্ন করলে নির্বাচিত পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘আমরা সবাই আবারও বসব ক্লাবে। সবাই মিলে সংকটের কারণগুলো বের করব। কোথায় কোথায় উন্নয়ন করতে হবে সে বিষয়ে সবার মতামত নিব। তারপরে উন্নয়ন কাজে লেগে পড়তে হবে।’

এ বিভাগের আরো খবর