প্রায় যুগ বিলম্ব শেষে মোহামেডানের নির্বাচন হলো জাঁকজমকের সঙ্গেই। ঘণ্টা তিনেক ভোট গণনা শেষে ফল ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল (অব.) মোহাম্মদ আবদুল মুবীন। পরে ১৬ জন পরিচালক পদে নির্বাচন হয়।
শনিবার রাজধানীর পাঁচতারা একটি হোটেলে দিনব্যাপী নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। সকালে মোহামেডানের সাধারণ বার্ষিক সভা (এজিএম) শেষে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ পর্ব।
সর্বমোট ৩৩৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৩৯ জন। বাতিল হয়েছে ৭টি ভোট। ২৩২টি ভোট গণনায় এসেছে।
চমকে ভরপুর এই নির্বাচনে হেরেছেন সাবেক কিংবদন্তি ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও সাংসদ আব্দুস সালাম মুর্শেদী। হারের তালিকায় আছেন জনপ্রিয় নারী সংগঠক কামরুন নাহার ডানা।
হেরে যাওয়া বাকি দুজন সাজেদ এ আদেল ও মোস্তাকুর রহমান।
সবচেয়ে বেশি ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি (২২৬)। সর্বনিম্ন ভোট পেয়েছেন কামরুন নাহার ডানা (৫৪)।
নির্বাচিত কমিটির মেয়াদ দুই বছর। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে একজন ডিরেক্টর ইনচার্জ নিয়োগ দেয়া হবে।
নির্বাচিত ১৬ পরিচালক: মাসুদুজ্জামান (২১৯), মো. হানিফ ভুঁইয়া (১৪৪), আবু হাসান চৌধুরী প্রিন্স (২০৮), খোজেস্তা-নুর-ই-নাহরিন (২১০), জামাল রানা (১৪৪), কাজী ফিরোজ রশীদ এমপি (২১৮), মাহবুব-উল আনাম (২২৩), প্রকৌশলী গোলাম মো. আলমগীর (২২৩), মইন উদ্দিন হাসান রসিদ (২১৮), মোস্তফা কামাল (২২০), শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি (২২৬), সিদ্দিকুর রহমান (২২১), দাতো মো. ইকরামুল হক (২১৫), মো. মঞ্জুর আলম (২১৮), এ. জি. এম সাব্বির (২১৮) ও প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া (১৭৬)।