প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ‘হত্যার’ ন্যায়বিচারের দাবিতে সমবেত হচ্ছেন তার দুই মেয়ে ও ভক্তরা। ‘জাস্টিস ফর ডিয়েগো’ দাবি জানিয়ে এক পদযাত্রার আহ্বান জানিয়েছেন তার মেয়ে জিয়ানিনা।ক্রীড়া বিষয়ক সাইট ইএসপিএন জানায়, ১০ মার্চ ম্যারাডোনা ফ্যানদের বুয়েনোস আইরেসের ওবেলিস্ক মনুমেন্টে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান জিয়ানিনা। তার ও অন্য আয়োজকদের দাবি, ‘তিনি মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। যারা দায়ী তাদের শাস্তি ও ন্যায়বিচার চাই।’গত ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে মারা যান আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। তার মৃত্যুর পরই চিকিৎসকদের কোনো ধরনের অবহেলা ছিল কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার কর্তৃপক্ষ।সন্দেহের তালিকায় আগে থেকেই আছেন ম্যারাডোনার নিউরোসার্জন লিওপলদো লুকে ও সাইকিয়াট্রিস্ট আগুস্টিনা কোসাচভ। তার মৃত্যুর পর তাদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়।তেমনটা প্রমাণিত হলে তিনজনকে খুনের দায়ে অভিযুক্ত করা হবে। বাবার মৃত্যু নিয়ে ন্যায় বিচারের দাবিতে টুইটারে সোচ্চার হয়েছেন জিয়ানিনা।‘সবাইকে আসার অনুরোধ করছি। সত্যকে আলোয় নিয়ে আসতে হবে।’ম্যারাডোনার বড় মেয়ে দালমাও সুর মিলিয়েছেন বোনের সঙ্গে। তার বাবার চিকিৎসকেরা কবে শাস্তি পাবেন? টুইটারে এমন প্রশ্ন তার।‘লুকেকে জেলখানায় পুরতে আর কতো সময় লাগবে? আর এসব অকেজো মনোবিজ্ঞানী ও মনোবিদদের? নার্সের কী হবে? আদালত কিসের অপেক্ষায় আছে?’ সান ইসিদ্রোর আইনজীবীর কার্যালয় ৮ মার্চ বিশেষজ্ঞদের সঙ্গে ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে আলোচনা করবে।
‘জাস্টিস ফর ডিয়েগো’
১০ মার্চ ম্যারাডোনা ফ্যানদের বুয়েনোস আইরেসের ওবেলিস্ক মনুমেন্টে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান জিয়ানিনা। তার ও অন্য আয়োজকদের দাবি, ‘তিনি মারা যাননি, তাকে মেরে ফেলা হয়েছে। যারা দায়ী তাদের শাস্তি ও ন্যায়বিচার চাই।’
-
ট্যাগ:
- ম্যারাডোনা
এ বিভাগের আরো খবর/p>