বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে দুইয়ে ফিরল আবাহনী

  •    
  • ৪ মার্চ, ২০২১ ২২:২৫

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ২-১ গোলের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারায় ঢাকা আবাহনী।

আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছিল ঢাকা আবাহনী। তাই আত্মবিশ্বাস ফিরে পেতে বারিধারা ম্যাচে জয়ের বিকল্প ছিল না আকাশি-হলুদদের। জয়ের বন্দরে পা রাখলেও পুরো ম্যাচে হাঁসফাঁস করে আবাহনী বহর।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার উত্তর বারিধারাকে ২-১ গোলের ব্যবধানে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারায় ঢাকা আবাহনী।

তবে ম্যাচ যেভাবে শুরু করেছিল তাতে আবাহনীর সামনে বড় ব্যবধানে জেতার সুযোগ তৈরি হয়েছিল। তবে ফিনিশিংয়ের অভাবের সঙ্গে দ্বিতীয়ার্ধে মাঝমাঠের দখল হারানোয় আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় মারিও লেমসের শিষ্যদের জন্য।

ধারাবাহিক আক্রমণের পর ম্যাচের ২৬ মিনিটে লিড নেয় আবাহনী। ডি-বক্সের মধ্যে ভুল করে বসেন বারিধারার ডিফেন্ডার মোঃ সোহেল। ডান দিক দিয়ে আবাহনীর জুয়েল রানা বল নিয়ে এগিয়ে যাওয়ার পথে পিছন থেকে ধাক্কা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিক থেকে আবাহনীকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো তোরেস।

মাঝেমধ্যেই জ্বলে ওঠে বারিধারাও। এই যেমন ম্যাচের ৪১ মিনিটে বারিধারার মিশরীয় ডিফেন্ডার মাহমুদ সাঈদ আবাহনীর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি-বক্সের বাইরে থেকে দূর পাল্লার শট নিলেও গোলকিপার শহীদুল আলম লাফিয়ে উঠে ফিস্ট করে বিপদমুক্ত করেন।

লিডের স্বস্তি নিয়ে বিরতি থেকে ফিরে প্রথম ২০ মিনিটে গোছানো ফুটবল উপহার দিলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলে আবাহনী।

ম্যাচের ৫৪ মিনিটে মাঝ মাঠ থেকে রাফায়েল অগোস্তোর বাড়ানো থ্রু বল জুয়েল রানা নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ে ক্রস নিলে গোলকিপারের নাগালের বাইরে দিয়ে চলে যায় ফ্রান্সিসকো তোরেসের পায়ে। ডি-বক্সের ভেতর থেকে এই ব্রাজিলিয়ানের শট লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় সমর্থকদের।

তবে এক মিনিট পরেই তা পুষিয়ে দেন সতীর্থ কার্ভেন্স বেলফোর্ট। রাফায়েলের বাড়ানো পাস থেকে ডি-বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিয়ে সতীর্থ জুয়েলের দিকে এগিয়ে দিলে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান বারিধারার ডিফেন্ডার ফজিলভ।

এতে দুই গোলে লিড নিয়ে নেয় আবাহনী।

এরপরেই যেন গা-ছাড়া ভাব দিয়ে খেলতে থাকে লেমসের শিষ্যরা। আর এটাকেই পুজি করে মাঝমাঠের দখল নিয়ে আক্রমণ সাজাতে থাকে বারিধারা।

যেমন ম্যাচের ৮২ মিনিটে বারিধারার মোস্তফা মাহমুদের নেওয়া ফ্রি-কিক থেকে ডি-বক্সের মধ্যে দুর্দান্ত বাই সাইকেল কিকটা একটুর জন্য জাল খুঁজে পায়নি। ফিস্ট করে এই সুযোগটা নস্যাৎ করে দেন আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল।

তবে ম্যাচের শেষদিকে খেলাটা জমিয়ে ফেলে বারিধারা। ৯০ মিনিটে বাম প্রান্ত থেকে আরিফ হোসেনের বাঁকানো ক্রস থেকে ডান পায়ের আলতো টোকায় বল জালে জড়ান বারিধারার মাহমোদ সাঈদ। পরে ম্যাচের অতিরিক্ত সময়ে আবাহনীর রক্ষণে ফাউলের শিকারের ঘটনায় পেনাল্টি দাবি তুললেও রেফারি সাড়া না দিলে হতাশ হয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয় কামাল বাবুর বারিধারাকে।

আর বারিধারাকে হারিয়ে জয়ে ফিরল আবাহনী। সঙ্গে শেখ জামালকে হটিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো তারা। আর ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশে অবস্থান করছে বারিধারা।

এ বিভাগের আরো খবর