ম্যাচের বয়স ৯৩ মিনিট। সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বার্সেলোনা। কিন্তু তাতে লাভ নেই। প্রথম লেগ ২-০ গোলে হারায় খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যেতে হলেও আরেকটি গোল দরকার কাতালানদের।
এ সময়ে অধিনায়ক লিওনেল মেসির কর্নারটা জুতসই হলো না, কিন্তু সেভিয়া ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারলেন না, বল পেলেন বাম উইংয়ে থাকা আঁতোয়ান গ্রিজমান। নিখুঁত ক্রস করতে ভুল করেননি তিনি।
আর সেই ক্রসে মাথা ছোঁয়ান জেরার্ড পিকে। পিকের মাথা থেকে বল যায় জালে, শেষ মুহূর্তের গোলে ম্যাচ বাঁচিয়ে ফেলে বার্সা।
এর আগে মাত্র ১২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে উসমান ডেম্বেলের দারুণ শটে লিড পায় বার্সেলোনা। ম্যাচজুড়ে আক্রমণের বাহার সাজিয়ে বসেছিল কাতালানরা। কিন্তু অধরা দ্বিতীয় গোল ধরা দিচ্ছিল না তাদের কাছে।
জর্দি আলবার দুর্দান্ত এক ভলি ফিরে এসেছিল বারে লেগে। মেসির একটি শট গোললাইন থেকে ক্লিয়ার করেছিল সেভিয়া।
উলটো ৭৩ মিনিটে খেলা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেভিয়ার লুকাস অকাম্পোসকে অস্কার মিনগুয়েজা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু অকাম্পোসের পেনাল্টি ঠেকিয়ে দেন বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টার স্টেগেন।
এরপর পিকের সেই গোল। এরপর অতিরিক্ত সময়ে গিয়ে লিড নিতে অবশ্য সময় নেয়নি বার্সা। মাত্র চার মিনিটের মাথায়ই আলবার ক্রস থেকে গোল করে দুই লেগ মিলিয়ে প্রথমবারের মত বার্সাকে লিড এনে দেন মার্টিন ব্র্যাথওয়েইট।
বাকি সময়ে যতটুকু না আক্রমণ করেছে সেভিয়া, তার চেয়ে বেশি বার্সেলোনা বল নিয়ে যুঝেছে, সময় কাটিয়েছে। মাঝখানে বার্সা ডিফেন্ডার ক্লেমেন্ট লংলের বিপক্ষে একটি পেনাল্টির আবেদন জানালেও, তা নাকচ করে দিলে আর ম্যাচে ফেরা হয়নি সেভিয়ার।
ম্যাচের পর বার্সেলোনা কোচ রোনাল্ড কুম্যান জানান, গ্রীষ্মে বার্সেলোনায় যোগদানের পর এটিই ক্লাবে তার সেরা মুহূর্ত।
তিনি বলেন, ‘হ্যাঁ, এটিই আমার জন্য এখানে আসার পর সবচেয়ে খুশির মুহূর্ত। আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি।’
এই নিয়ে গত সাত মৌসুমে ষষ্ঠ বারের মতো কোপা দেল রে এর ফাইনালে উঠল বার্সেলোনা। এর মধ্যে বাকি পাঁচ ফাইনালের চারটিই জিতেছে কাতালানরা। আপাতত তাদের অপেক্ষা প্রতিপক্ষে কে হবে, সেটি জানা।
কোপা দেল রে এর অন্য সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও ও লেভান্তে। প্রথম লেগ শেষে দুই দল রয়েছে ১-১ সমতায়।