করোনাভাইরাস প্রতিরোধের টিকা নিয়েছেন পেলে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় টিকা নেন ফুটবল-সম্রাট। বাকিদেরও টিকা নেয়ার আহ্বান জানান এই কিংবদন্তি।টিকা নেয়ার ছবি মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন এটা তার জন্য স্মরণীয় এক দিন।‘আমি টিকা নিয়েছি। মহামারি শেষ হয়নি এখনও। সবার টিকা নেয়া পর্যন্ত সুরক্ষার জন্য আমাদের শৃঙ্খলা বজায় রাখতে হবে। অনুগ্রহ করে ঘরে থাকুন ও যতবার সম্ভব হাত ধোয়ার চেষ্টার করুন। বাইরে যাওয়ার সময় মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব মেনে চলুন।’৮০ বছর বয়সী পেলের দেশ ব্রাজিল করোনা মহামারিতে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ। ২১ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত দেড় কোটির বেশি লোক আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন আড়াই লাখের বেশি মানুষ।তিনবার বিশ্বকাপ জয়ী পেলে নিজ দেশের মানুষের পাশাপাশি পুরো বিশ্বের সবার প্রতি সুরক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বানও জানান।
টিকা নিলেন পেলে
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় টিকা নেন ফুটবল-সম্রাট। বাকিদেরও টিকা নেয়ার আহ্বান জানান এই কিংবদন্তি।
টিকা নেয়ার ছবি মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন এটা তার জন্য স্মরণীয় এক দিন।
-
ট্যাগ:
- পেলে
এ বিভাগের আরো খবর/p>